বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অসমেও বাজছে ভোটের দামামা

  •    
  • ২০ ডিসেম্বর, ২০২০ ২১:৩৭

পশ্চিমবঙ্গের সঙ্গেই ২০২১ সালের এপ্রিল-মে মাসে অসমেও বিধানসভার ভোট। রাজ্যে ১২৬টি কেন্দ্রেই শুরু হয়েছে রাজনৈতিক তৎপরতা। বিজেপিকে হারাতে কংগ্রেসের ভরসা মহাজোট।

ভারতের অসম রাজ্যে একশর বেশি আসন নিয়ে বিজেপিই ক্ষমতায় ফিরবে। এমন দাবি রাজ্যের বিজেপি নেতাদের। কংগ্রেসের পাল্টা দাবি, পুরোটাই দিবাস্বপ্ন। দাবি আর পাল্টা দাবিতে জমে উঠছে অসমের রাজনীতি।

পশ্চিমবঙ্গের সঙ্গেই ২০২১ সালের এপ্রিল-মে মাসে অসমেও বিধানসভার ভোট। রাজ্যে ১২৬টি কেন্দ্রেই শুরু হয়েছে রাজনৈতিক তৎপরতা। বিজেপিকে হারাতে কংগ্রেসের ভরসা মহাজোট।

বিজেপি একাই লড়তে পারে এবারের নির্বাচনে। বিজেপি নেতাদের দাবি, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে উন্নয়ন ও সুশাসনে ভর করেই ফের তারা ক্ষমতায় ফিরবেন।

বিরোধীরা এবার মহাজোট গড়ার পথে। কংগ্রেস এবার অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট বা এআইইউডিএফ-এর পাশাপাশি বামদলগুলোকে সঙ্গে নিয়ে মহাজোটের তৎপরতা শুরু করেছে।

অসমের ৩৪ শতাংশেরও বেশি রয়েছে মুসলিম ভোট। আর মুসলমানদের মধ্যে বদরুদ্দিন আজমলের নেতৃত্বাধীন এআইইউডিএফ-এর জনপ্রিয়তা অনেকটাই। তাই ভোট কাটাকুটি বন্ধ রাখতে মহাজোটের চেষ্টা শুরু হয়েছে।

তবে বিরোধী শিবিরে ভাঙন ধরানোর সবরকম চেষ্টা চালাচ্ছে বিজেপি। সূত্রের খবর, ২৬ ডিসেম্বর রাজ্যে আসছেন দলের সাবেক সভাপতি বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার হাত ধরে অনেকেই বিজেপিতে যোগ দিতে পারেন।

ইতোমধ্যেই রাজ্যের সাবেক মন্ত্রী অজন্তা নেওগ, রোজলিনা তির্কি, রাজদীপ গোয়ালার মতো কংগ্রেস নেতাদের দলবদল নিয়ে আলাপ শুরু হয়েছে।

এআইইউডিএফ নেতা বদরুদ্দিন আজমল তাই কংগ্রেস নেতাদের দল না ছাড়ার পরামর্শ দিয়েছেন। তিনি দাবি করেন, রাজ্যে মহাজোটের সরকার হচ্ছেই। বিজেপির একশ আসনের স্বপ্ন পূরণ হবে না।

প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ রিপুন বরা দলত্যাগীদের ‘বিশ্বাসঘাতক’ বলে অভিহিত করেছেন। তার দাবি, রাজ্যবাসী দলত্যাগীদের উপযুক্ত শাস্তি দেবেন।

বিজেপি নেতা বিধায়ক নুমাল মমিনের দাবি, উন্নয়নের শরিক হতেই অনেকে কংগ্রেস ছাড়ছেন। জানুয়ারি মাসের মধ্যেই বহু কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দেবেন বলেও দাবি করেন তিনি।

এ বিভাগের আরো খবর