নিজে টিকা নিয়ে দেশে করোনাভাইরাসরোধী টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় শনিবার দেশটির তেল আবিবের কাছে রামাত গ্যান এলাকায় শেবা মেডিক্যাল সেন্টারে ফাইজার-বায়োএনটেকের টিকা নেন ৭১ বছর বয়সী নেতানিয়াহু। ওই সময় ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী ইয়ুলি এডেলস্টেইনও টিকা নেন।
প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর টিকা নেয়ার দৃশ্যটি সরাসরি সম্প্রচার করা হয় টেলিভিশনে। ওই সময় দর্শকদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী ইয়ুলি এডেলস্টেইনকে সঙ্গে নিয়ে আমি সবার আগে টিকা নেয়ার কথা বলেছিলাম, যাতে করে ব্যক্তিগত নজির স্থাপনের মাধ্যমে আপনাদের টিকা নেয়ায় উৎসাহ জোগাতে পারি।’
তিনি বলেন, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আগের মতো কাজ শুরু করতে পারবে এবং লোকজন জীবিকার ব্যবস্থা করতে পারবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ফাইজারের পর মডার্নার টিকার আগমনের মধ্য দিয়ে করোনার শেষের শুরু হয়েছে।
ভাইরাস থেকে সর্বোচ্চ সুরক্ষা পেতে টিকার প্রথম ডোজ নেয়ার তিন সপ্তাহের মধ্যে দ্বিতীয়টি নিতে হবে নেতানিয়াহু ও এডেলস্টেইনকে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার ইসরায়েলের ১০টি হাসপাতাল ও টিকাদান কেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের টিকাদান শুরু হবে।