মানবাধিকারকর্মীদের নিপীড়নের ঘটনায় মিসরের বিরুদ্ধে প্রস্তাব পাস করেছে ইউরোপিয় ইউনিয়ন (ইইউ)। এতে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রস্তাবে বলা হয়েছে, ‘মিসরে মৌলিক অধিকারের ওপরে আঘাতের ঘটনায় পার্লামেন্ট ব্যথিত। মানবাধিকারকর্মী, আইনজীবী ও নাগরিক সমাজের ওপর নিপীড়নের ঘটনায় আমরা শঙ্কিত।’
তবে ইউরোপিয় ইউনিয়নের এই প্রস্তাবকে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করেছে মিসর।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মানবাধিকারকর্মীদের চুপ করাতে সব ধরনের উপায় ব্যবহার করছে মিসর। সম্প্রতি ‘গুজব ছড়ানো’ ও ‘সন্ত্রাসী দলে যোগদানের’ অভিযোগে আরও তিন জন অধিকারকর্মীকে কারাবন্দি করেছিল দেশটি। এ ঘটনার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার মুখে পড়েন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ সিসি। পরে তাদের মুক্তি দেয়া হলেও সম্পদ জব্দ করেছে সরকার।
মানবাধিকার লঙ্ঘনের পরেও মিসরে অস্ত্র রপ্তানি করায় কয়েকটি ইউরোপিয় দেশের সমালোচনা করা হয়েছে ইইউয়ের প্রস্তাবে। একই সঙ্গে দেশটিতে সামরিক সরঞ্জাম রপ্তানি বন্ধেরও আহ্বান জানানো হয়েছে।
ইউরোপিয় ইউনিয়নের সদস্য দেশ ফ্রান্স ও ইতালি মিসরে অস্ত্র রপ্তানিকারীদের মধ্যে অন্যতম।
গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ মিসরের প্রেসিডেন্ট সিসির হাতে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা তুলে দিয়েছেন।