তুরস্কের আনাতোলিয়া প্রদেশের গাজিয়েনটেপ শহরের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অক্সিজেন মেশিন বিস্ফোরিত হয়ে অন্তত নয় জনের প্রাণহানি ঘটেছে। এসময় সেখানে অন্তত ১১ জন করোনা রোগী চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেছে।
শনিবার দেশটির বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
এদিন ভোরে শহরটির সানকো বিশ্ববিদ্যালয় হাসপাতালের করোনা রোগীদের জন্য নির্ধারিত আইসিইউতে এই অগ্নিকাণ্ড ঘটে।
এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহৃত অক্সিজেন মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। এতে সাত জন রোগী ঘটনাস্থলেই মারা যান। বাকি একজন মারা গেছেন আরেকটি হাসপাতালে নেয়ার পথে।
তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা এক টুইট বার্তায় নিহতের সংখ্যা নয় জনে পৌঁছেছে বলে জানিয়েছেন।
এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে শহরটির কর্তৃপক্ষ।