করোনাভাইরাসের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বড়দিন ও নববর্ষে দেশজুড়ে লকডাউন আরোপ করতে যাচ্ছে ইতালি।
স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ নির্দেশ দেন দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে।
‘বড়দিন উপলক্ষে করোনার সংক্রমণ আরও বাড়ার বিষয়ে আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞরা ভীষণভাবে উদ্বিগ্ন। রোগটির সংক্রমণ ঠেকাতে আমাদের তাই ব্যবস্থা নিতে হচ্ছে’, বলেন কোন্তে।
চলতি মাসের শেষে ইতালিতে করোনার টিকাদান কার্যক্রম শুরুর মধ্য দিয়ে ‘দুঃস্বপ্নের ইতি’ টানা হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বড়দিন ও নববর্ষকে কেন্দ্র করে সরকারি ছুটিতে ‘রেড জোন’ (সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকা অঞ্চল) বিধিনিষিধের আওতায় থাকবে পুরো ইতালি।
ইতালিজুড়ে ২৪ থেকে ২৭ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি ও ৫ থেকে ৬ জানুয়ারি লকডাউন কার্যকর হবে।
কোন্তে বলেন, ‘এ সময় মানুষ কেবল কাজ, চিকিৎসা ও জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হতে পারবেন।’
তিনি বলেন, ‘বড়দিন ও নববর্ষে সর্বোচ্চ দুই জন অতিথিকে ঘরে আমন্ত্রণ জানানো যাবে। তবে ১৪ বছরের কম বয়সী কেউ এদের মধ্যে থাকতে পারবে না। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।
‘২৮ থেকে ৩০ ডিসেম্বর ও ৪ জানুয়ারি বিধিনিষেধ কিছুটা শিথিল হবে। এ সময় মানুষ ঘরের বাইরে যেতে পারবেন। তবে বার ও রেস্তোরাঁ বন্ধ থাকবে।’
বিধিনিষেধ মানা হচ্ছে কি না তা দেখতে ঘরে পুলিশ পাঠানো হবে না। তবে জনগণকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান ইতালির প্রধানমন্ত্রী।