বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

একই সম্মেলনে আক্রান্ত মাখোঁ ও ম্যাটোভিক?

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৮ ডিসেম্বর, ২০২০ ২২:৩৯

গত সপ্তাহে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপিয় ইউনিয়নের সম্মেলনে যোগ দেয়ার পরেই তার করোনা শনাক্ত হওয়ার খবর পাওয়া গেল। ধারণা করা হচ্ছে, একই সম্মেলনে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন ইমানুয়েল মাখোঁও।  

এবার স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ইগর ম্যাটোভিকের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

এক সপ্তাহ আগে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপিয় ইউনিয়নের সম্মেলনে যোগ দেয়ার পরেই তার করোনা শনাক্ত হওয়ার খবর পাওয়া গেল।

ধারণা করা হচ্ছে, একই সম্মেলনে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁও।

নিজের ফেসবুক পেজে ৪৭ বছর বয়সী ম্যাটোভিক লিখেছেন , ‘আজ আমিও আপনাদের একজন।’

পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের ১৮ ডিসেম্বরের হিসেব অনুযায়ী, স্লোভাকিয়ায় এখন পর্যন্ত ১ লাখ ৪৬ হাজার ১২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৪৪০ জন।

বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর করোনা শনাক্তের খবর পাওয়া যায়।

এরপরেই ইউরোপের নেতারা আইসোলেশনে যেতে শুরু করেন। এদের মধ্যে রয়েছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রধান চার্লস মাইকেল, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং ওইসিডির সেক্রেটারি জেনারেল অ্যাঙ্গেল গুরিয়া।

ইউরোপিয় ইউনিয়নের সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও অন্য নেতারা। ছবি: ফেসবুক।

গত সপ্তাহে ইউরোপিয় ইউনিয়নের এক সম্মেলনে এরা সবাই মাখোঁর সংস্পর্শে এসেছিলেন।

মাখোঁর সংস্পর্শে আসায় আরও যারা সেলফ আইসোলেশনে রয়েছেন এরা হলেন, পর্তুগালের প্রধানমন্ত্রী অ্যান্তিনিও কস্তা, বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্দার ডি ক্রু ও লুক্সেমবার্গের প্রেসিডেন্ট জেভিয়ার বেটেল।

এ বিভাগের আরো খবর