পাকিস্তানে জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা তারিক জামিল করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। তিনি তার রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন সবার কাছে।
এক টুইট বার্তায় তারিক নিজেই তার রোগে আক্রান্ত হওয়ার কথা জানান। বলেন, গত কয়েকদিন অসুস্থবোধ করছিলেন। আর গত রোববার করোনা শনাক্তের পরীক্ষা করান। ফলাফল পজিটিভ আসে।
এরপর চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন। যদিও কোন হাসপাতালে আছেন, সেটি প্রকাশ করেননি।
চলতি বছরের শুরুর দিকে যখন প্রথমে চীনে করোনা সংক্রমণের খবর আসে, তখন দেশ বিদেশের ইসলামি বক্তরা এই রোগ নিয়ে নিজেদের মতো করে নানা ব্যাখ্যা দিচ্ছিলেন। কেউ কেউ বলছিলেন, ইসলামে বিশ্বাসী নন, এমন মানুষকে শায়েস্তা করতে আল্লাহ এই রোগ পাঠিয়েছেন।
মাওলানা তারিক জামিলের একটি বক্তব্য নিয়েও তখন তোলপাড় হয়। চিকিৎসা বিশেষজ্ঞরা যখন অতি সংক্রামক এই রোগ নিয়ে সতর্ক করছিলেন, তখন তারিক জামিল বলেন, সংক্রামক রোগ বলতে কিছু নেই। ইসলামের কথা বলে তিনি তখন মানুষকে বোঝানোর চেষ্টা করেন, এই রোগ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।
তারিক জামিলের দাবি ছিল, ছোঁয়াচে বা সংক্রামক রোগ বলতে কিছু নেই। আল্লাহ যাকে রোগ দেবেন, তাকে কেউ রক্ষা করতে পারবে না।
রোগমুক্তির জন্য মানুষকে দোয়া করার অনুরোধ জানানো এই ইসলামী বক্তা সে সময় এও বলেন, রোগের কারণে কারও মৃত্যু হয় না। আল্লাহ যখন যার মৃত্যু নির্ধারণ করে রেখেছেন, ঠিক সে সময়ে তার মৃত্যু হবে।
তিনি বলেন, কোথাও মহামারি দেখা দিলে, সে স্থান ত্যাগ না করার পরামর্শ দেয়া হয়েছে ইসলামে। আর সে স্থানে বাইরে থেকেও কেউ যেন প্রবেশ না করে।
তারিক জামিল আরও বলেন, ‘এমনও দেখা গেছে, পাশাপাশি কয়েকটি ঘরের সবাই কোন রোগে আক্রান্ত হয়েছেন, মাঝের একটি ঘরের সবাই সুস্থ। তাই রোগকে ভয় পাওয়ার কিছু নেই। আল্লাহ যাকে রোগ দেবেন, রোগমুক্তির বিষয়টিও উনার হাতে।’
৬৭ বছর বয়সী দেওবন্দ স্কলার তারিক জামিলের পাকিস্তানের বাইরেও বেশ পরিচিতি আছে। বিশেষ করে বাংলাদেশে ইসলামপন্থিদের কাছে তিনি বেশ জনপ্রিয়। তার বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করেন তার ভক্তরা।
মাওলানা জামিল তাবলিগ জামাতের সক্রিয় সদস্য।