বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনা: কানাডায় ২৪ ঘণ্টায় ৬৩৫৩ জন শনাক্ত

  • আরিফ আহমেদ, কানাডা    
  • ১৮ ডিসেম্বর, ২০২০ ০১:২০

এটিই এক দিনে দেশটিতে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্তের ঘটনা। এ দিন মৃত্যু হয়েছে ১০৭ জনের।

টরন্টোসহ কানাডার সব প্রভিন্সে করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত ১৫ ডিসেম্বর একদিনে ৬ হাজার ৩৫৩ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এটিই একদিনে দেশটিতে সবচেয়ে বেশি শনাক্তের ঘটনা। এ দিন মৃত্যু হয়েছে ১০৭ জনের।

বিশেষজ্ঞদের আশঙ্কা, বড়দিনের উৎসব ঘিরে সংক্রমণ আরও অনেক বেড়ে যেতে পারে।

এদিকে কানাডায় ফাইজার-বায়োএনটেকের টিকা দেয়া শুরু হয়েছে। দেশটির টরন্টো ও কুইবেক সিটিতে দুই জনকে টিকা দেয়ার মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জানা গেছে, ১৫ ডিসেম্বর কুইবেক সিটির একটি লং টার্ম কেয়ারের বাসিন্দা ৮৯ বছর বয়সী জিসেলে লেভেসককে প্রথম টিকা দেয়া হয়। আধা ঘণ্টা পর টিকা দেয়া হয় টরন্টো হাসপাতালের স্বাস্থ্যকর্মী অনিতা কোয়াইডেনজেনরকে।

এর আগে যুক্তরাজ্য, বাহরাইন, কানাডা, সৌদি আরব, কুয়েত ও মেক্সিকোতে ফাইজার-বায়োএনটেকের টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পায়। এশিয়ার প্রথম দেশ হিসেবে সিঙ্গাপুর এর অনুমোদন দেয়।

ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা বেলজিয়ামে উৎপাদন করা হচ্ছে। জার্মানি ও যুক্তরাষ্ট্র হয়ে টিকার চালান রোববার রাতে পৌঁছায় কানাডায়।

প্রথম ব্যাচটিতে প্রায় ৩০ হাজার ডোজ ছিল। এ ভ্যাকসিন-৬০ থেকে-৮০ ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে। স্বাস্থ্যসেবা কর্মী ও ওল্ড হোমের বাসিন্দারা এ টিকা আগে পাবেন।

টিকা আসার বিষয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক টুইট বার্তায় বলেন, ‘এটি একটি সুসংবাদ। তবে কোভিড-১৯-এর বিরুদ্ধে আমাদের লড়াই শেষ হয়নি। এখন আগের চেয়ে আরও বেশি করে আমাদের সতর্কতা অব্যাহত রাখা উচিত।’

বাংলাদেশি ইউনাইটেড ফোরামের প্রেসিডেন্ট রেশাদ চৌধুরী বলেন, ‘করোনা মারাত্মক ব্যাধি। এ থেকে বাঁচতে আমাদের সবাইকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে।’

এ বিভাগের আরো খবর