বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লন্ডনে করোনা অ্যাওয়ার্ড পেলেন ব্রিটিশ বাংলাদেশি

  •    
  • ১৭ ডিসেম্বর, ২০২০ ১০:৫৫

লন্ডনের মের্টন প্রশাসনিক এলাকার কাউন্সিলর শেলি কেনি মনসুরের বাসায় গিয়ে পুরস্কারটি দিয়ে আসেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

কমিউনিটি পর্যায়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় লন্ডনে পুরস্কৃত হয়েছেন বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মনসুর আহমেদ।

লন্ডনের মের্টন প্রশাসনিক এলাকার কাউন্সিলর শেলি কেনি সোমবার মনসুরের বাসায় গিয়ে পুরস্কারটি দিয়ে আসেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

করোনা মহামারির চ্যালেঞ্জিং সময়টাতে মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় মনসুরকে মেয়রের পক্ষ থেকে এই পুরস্কার দেয়া হয়।

মনসুর স্বেচ্ছাসেবার ভিত্তিকে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে ও কমিউনিটিতে নানা কার্যক্রমে জড়িত। অনেক কমিটিতে সক্রিয় সদস্য।

মের্টন কাউন্সিলের ওভারভিউ অ্যান্ড সিকিউরিটি কমিশন এবং ইয়াং চিলড্রেন পিপল ওভারভিউ অ্যান্ড সিকিউরিটি কমিশন প্যানেলের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্বপালন করছেন তিনি।

এ ছাড়া স্থানীয় রিচার্ডস লজ সেকেন্ডারি স্কুল ও সেন্ট জন ফিশার স্কুলের গভর্নিং বডিতে দায়িত্বপালনের পাশাপাশি আরও কয়েকটি স্কুলের কমিটিতেও রয়েছেন মনসুর।

সমাজে নানাবিদ অবদানের ফলে ২০১৯ সালে ব্রিটিশ পার্লামেন্টে এক অনুষ্ঠানে কমিউনিটি অনার্স অ্যাওয়ার্ডে ভূষিত হন মনসুর আহমেদ। সমাজ গঠনে অন্যান্য ব্রিটিশদের জন্য অনুপ্রেরণামূলক অবদান রাখায় ২০১৯ সালের জানুয়ারিতে পান ব্রিটিশ সিটিজেন অ্যাওয়ার্ড।

পেশায় অ্যাকাউন্টেন্ট মনসুর বর্তমানে যুক্তরাজ্যের অন্যতম বৃহত্তম দাতব্য সংস্থা আল শিরকাতুল ইসলামিয়ার অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্সের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া যুক্তরাজ্যের কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের একজন সদস্য তিনি। তার অনেক লেখা জাতীয় ও আন্তর্জাতিক জার্নাল, ম্যাগাজিন ও সংবাদপত্রে ছাপানো হয়েছে।

যুক্তরাজ্যের আহমদিয়া মুসলিম অ্যাসোসিয়েশনের একজন আজীবন সদস্য মনসুর ১১ বছরের বেশি সময় বাংলাদেশের চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ফিন্যান্স ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ বিভাগের আরো খবর