করোনামহামারির কারণে ভারতের সংসদের শীতকালীন অধিবেশন বাতিল করা হয়েছে।
চলমান কৃষক আন্দোলনের প্রেক্ষিতে লোকসভার কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী দাবি জানিয়েছিলেন সংসদের বিশেষ অধিবেশনের। কিন্তু তার বদলে সরকারের সিদ্ধান্ত করোনার সময়ে বন্ধ থাকবে সংসদের শীতকালীন অধিবেশন।
অধীররঞ্জন চৌধুরীর দেওয়া চিঠির জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী এই কথা জানিয়েছেন। চিঠিতে তিনটি নতুন কৃষি আইন, চীন নীতি এবং দেশের অর্থনীতি নিয়ে বিস্তারিত আলোচনা চেয়ে সংসদের একটি জরুরি অধিবেশন করার আহ্বান জানিয়েছিলেন অধীর।
এর আগে বর্ষাকালীন অধিবেশন পিছিয়ে শেষ পর্যন্ত হয়েছিল সেপ্টেম্বরে। সেটিও করোনার কারণে মাঝপথেই বন্ধ হয়ে যায়।
এবার একই কারণে বন্ধ হল সংসদের শীতকালীন অধিবেশনও।
সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি জানিয়েছেন, সমস্ত রাজনৈতিক দলই অধিবেশন বাতিলের বিষয়ে একমত হয়েছে। করোনা ঠেকাতেই এই সিদ্ধান্ত।
যদিও কংগ্রেস জানিয়েছে, এ বিষয়ে তাদের মতামত নেয়নি বিজেপি সরকার।
প্রহ্লাদ যোশি জানিয়েছেন, করোনা ঠেকাতে অধিবেশন বন্ধ রাখা হয়েছে। সরাসরি বাজেট অধিবেশনের সময় সংসদ খোলা হবে।
সেপ্টেম্বরে বর্ষা অধিবেশন চলার সময় লোকসভার ১৭ জন ও রাজ্য সভার আট জন সংসদ সদস্য করোনা আক্রান্ত হন।