বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভিয়েতনাম যুদ্ধের চেয়েও বেশি মৃত্যু করোনায়

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৫ ডিসেম্বর, ২০২০ ০৮:৪১

ভিয়েতনাম যুদ্ধে যত আমেরিকান নিহত হয়েছিল, করোনায় মৃত্যু তার চেয়ে পাঁচ গুণের মতো বেশি। এ ছাড়া এ সংখ্যা দেশটিতে ২০০১ সালে টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলায় নিহতের চেয়ে ১০০ গুণ বেশি।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের টিকাদান শুরুর দিনই রোগে মৃতের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে।

স্থানীয় সময় সোমবার দেশটিতে মৃত্যুর এ নতুন রেকর্ড হয়।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ভিয়েতনাম যুদ্ধে যত আমেরিকান নিহত হয়েছিল, করোনায় মৃত্যু তার চেয়ে পাঁচ গুণের মতো বেশি। এ ছাড়া এ সংখ্যা দেশটিতে ২০০১ সালে টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলায় নিহতের চেয়ে ১০০ গুণ বেশি।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, প্রায় ৩০ কোটি মানুষের দেশ যুক্তরাষ্ট্রে ১ কোটি ৬০ লাখের বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রে শীতলতম দিনগুলো শুরু হওয়ার মধ্যেই মৃত্যু তিন লাখ পেরিয়ে গেল। ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন স্বাস্থ্যকর্মীরা ফাইজার-বায়োএনটেকের প্রথম পর্যায়ের টিকা নিলেন।

দেশটির বিভিন্ন প্রান্তে প্রায় ৩০ লাখ টিকা নেয়া হচ্ছে। স্থানীয় সময় বুধবারের মধ্যে ৬০০টি জায়গায় এসব টিকা পৌঁছাবে।

সোমবার টিকা দেয়ার মধ্য দিয়ে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি শুরু হলো।

দেশটির কর্মকর্তাদের ভাষ্য, মডার্নার টিকা আগামী কিছুদিনের মধ্যে অনুমোদন পেলে এ মাসের শেষ নাগাদ ২ কোটি মানুষকে টিকা দেয়া সম্ভব হবে।

এ বিভাগের আরো খবর