বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইসরায়েলে তুরস্কের রাষ্ট্রদূত

  •    
  • ১৪ ডিসেম্বর, ২০২০ ২০:৩৯

উলুতাসকে জেরুজালেমে দূত হিসেবে পাঠানোর খবরটা এমন সময় আসলো, যখন চারটি আরব দেশ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের ঘোষণা দিয়েছে।

দুই বছর ফাঁকা থাকার পর ইসরায়েলে নিজেদের নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে তুরস্ক।

বিশ্বস্থ কয়েকটি সূত্রের বরাত দিয়ে বিস্ময় জাগানো এ খবর দিয়েছে ওয়াশিংটনভিত্তিক নিউজ পোর্টাল আল মনিটর।

জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থাপনের বিরুদ্ধে অবরোদ্ধ গাজায় প্রতিবাদরত ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ হামলার জেরে ২০১৮ সালের মে মাসে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছিল আঙ্কারা।

আল মনিটরের জানিয়েছে, ইসরায়েলে চৌকস উফুক উলুতাসকে রাষ্ট্রদূত করে পাঠিয়েছে তুরস্ক। যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

সূত্রগুলোর দৃষ্টিতে ৪০ বছর বয়সী উলুতাস ‘খুবই মার্জিত, বুদ্ধিমান ও ফিলিস্তিন সমর্থক’। জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ে হিব্রু ও মধ্য প্রাচ্যের রাজনীতি বিষয়ে পড়াশোনা তার। ইসরায়েলের আঞ্চলিত শত্রু ইরান বিষয়েও অনেক জানাশোনা উলুতাসের। তবে কূটনীতিক হিসেবে তার ক্যারিয়ার খুব সমৃদ্ধ নয়।

ইসরায়েলি কমান্ডোরা ফিলিস্তিন অনুরাগী ১০ জন তুর্কি নাগরিককে হত্যার পর দেশটির সঙ্গে আঙ্কারা প্রথম কূটনীতিক সম্পর্কে ছেদ ঘটিয়েছিল ২০১০ সালে।

উলুতাসকে জেরুজালেমে দূত হিসেবে পাঠানোর খবরটা এমন সময় আসলো, যখন চারটি আরব দেশ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের ঘোষণা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এসব চুক্তির কঠোর সমালোচনা করে আসছে ফিলিস্তিন। ২০০২ সালে স্বাক্ষরিত ‘আরব শান্তি উদ্যোগ’এর কথা মনে করিয়ে দিচ্ছে তারা।

ওই চুক্তি অনুযায়ী, ইরসায়েলকে ১৯৬৭ সালের সীমারেখা প্রত্যাহার করে নিতে হবে। তখন পশ্চিম তীর ও গাজা নিয়ে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সাপেক্ষে আরব দেশগুলো ইসরায়েলকে স্বীকৃতি দেবে।

চলতি বছরের শুরুতে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর লক্ষ্যে অঞ্চলটি নিয়ে পরিকল্পনা ঘোষণা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তার এই পরিকল্পনার পুরোটাই ইসরায়েলের স্বার্থ সম্পর্কীত; প্রত্যাখান করা হয়েছে ফিলিস্তিনিদের অধিকার।

ট্রাম্পের প্রস্তাব এবং ইসরায়েলের সঙ্গে সম্প্রতি চারটি আরব দেশের চুক্তি নিয়ে কড়া সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, যিনি নিজেকে বর্তমান মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতায় পরিণত করেছেন।

উলুতাসকে জেরুজালেমে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়ার খবর প্রকাশিত হওয়ায় ইসরায়েলের সঙ্গে তুরস্ক ফের পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে কি-না এটাই এখন দেখার বিষয়।

এ বিভাগের আরো খবর