বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হোয়াইট হাউজের কর্মকর্তাদের টিকা এখন নয়: ট্রাম্প

  •    
  • ১৪ ডিসেম্বর, ২০২০ ১৪:৪৬

টিকা নিতে তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের আরও অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন ট্রাম্প।

করোনাভাইরাসের টিকা হোয়াইট হাউজের জ্যেষ্ঠ কর্মকর্তারা শুরুতে পাবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় রোববার তিনি এ কথা জানান বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে রোববার বিভিন্ন সংবাদমাধ্যমে হোয়াইট হাউজের কর্মকর্তারা বলেন, ট্রাম্পের সঙ্গে কাজ করেন এমন জ্যেষ্ঠ কর্মকর্তাদের জন্য করোনা টিকার প্রথম ডোজের কয়েকটি সংরক্ষণ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) মুখপাত্র জন উলিয়ট দেশটিতে টিকাদান পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেন।

টিকা বিষয়ে জনগণের আস্থা অর্জনও পরিকল্পনার অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।

উলিয়ট বলেন, ‘জনস্বাস্থ্য চিকিৎসক ও জাতীয় নিরাপত্তা পরিচালনায় দায়িত্বরতদের পরামর্শে হোয়াইট হাউজের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিরাপদ ও কার্যকরী টিকা দেয়া হবে। তাদেরকে দেয়া টিকাই যে জনগণ পাবেন, এই আস্থা মানুষের মধ্যে আনা দরকার।’

কিন্তু টিকা নিতে তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের আরও অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন ট্রাম্প।

তিনি এক টুইটবার্তায় বলেন, ‘বিশেষভাবে জরুরি অবস্থা ছাড়া হোয়াইট হাউজে কর্মরতরা টিকা দেয়া কার্যক্রম শুরুর কিছু পরে টিকা নেবেন। বিষয়টি সমন্বয়ে আমি আহ্বান জানাচ্ছি।’

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, করোনার হাত থেকে জ্যেষ্ঠ কর্মকর্তাদের রক্ষায় সরকারের উদ্যোমে ট্রাম্পের পরিবর্তিত অবস্থান কী প্রভাব ফেলবে, তা পরিষ্কার নয়।

শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের উদ্ধাবিত করোনা টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয় দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। ৯৫ শতাংশ কার্যকর ওই টিকা উদ্ভাবনে সহযোগিতা করে জার্মানির প্রতিষ্ঠান বায়োএনটেক।

সোমবার যুক্তরাষ্ট্রজুড়ে টিকা দেয়ার কথা। এর প্রথম ৩০ লাখ ডোজ যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের বেশ কয়েকটি অঞ্চলে এরই মধ্যে বিতরণ করা হয়েছে।

হোয়াইট হাউজের জ্যেষ্ঠ কর্মকর্তা ছাড়া বয়স্ক নাগরিক ও স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে। কিন্তু করোনার প্রথম টিকা দেয়া কর্মসূচি থেকে হোয়াইট হাউজের কর্মকর্তাদের দূরে রাখছেন দেশটির প্রেসিডেন্ট।

এ বিভাগের আরো খবর