বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এবার অনশনে ভারতের কৃষকরা

  •    
  • ১৪ ডিসেম্বর, ২০২০ ১২:৫৪

নতুন কৃষি আইনের ফলে কৃষকদের শঙ্কা তাদের কাছ থেকে ন্যায্যমূল্যে ফসল কিনতে সরকার যেমন বাধ্য থাকবে না, তেমনি বাজারের ওপর নিয়ন্ত্রণও থাকবে না। দাম-দর নিয়ন্ত্রণের ক্ষমতা চলে যাবে কোম্পানিগুলোর হাতে। এতে কোম্পানিগুলোর দয়ার ওপর নির্ভরশীল হয়ে যেতে পারে তাদের জীবন।

বিতর্কিত তিন কৃষি সংস্কার আইন বাতিলে আন্দোলনের অংশ হিসেবে এবার অনশনে বসেছে ভারতের কৃষকেরা।

সোমবার সকালে রাজধানী দিল্লির বিভিন্ন পয়েন্টে তারা এক দিনের অনশন শুরু করেছে বলে হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়েছে। দেশের আরও অনেক জায়গায় অনশন পালিত হচ্ছে বলে জানিয়েছে কৃষকদের সংগঠনগুলো।

এ বিষয়ে ভারতীয় কিষাণ ইউনিয়নের (বিকেইউ) সাধারণ সম্পাদক হরিন্দর সিং লাখোয়াল বলেন, ‘আমরা সরকারকে জাগাতে চাই। তাই আমাদের ইউনাইটেড ফারমার্স ফ্রন্টের ৪০ জন কৃষক নেতা সকাল ৮টা থেকে ৫টায় অনশনে বসবেন। তাদের ২৫ জন অনশনে বসবেন সিন্ধ সীমান্তে, ১০ জন তিকরি সীমান্তে এবং পাঁচ জন বসেছেন উত্তর প্রদেশ সীমান্তে।’

দিল্লির গাজীপুর সীমান্তের কৃষকরা জানিয়েছেন, তারা দিনব্যাপী অনশন পালনের জন্য প্রস্তুত।

লক্ষ্মীপুর খেরি থেকে আসা এক কৃষক বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘আমরা আমাদের আখের ট্রলিগুলো মিলে রেখে এসেছি। আমরা ২৪ ঘণ্টা খাবার পরিহার করব। আমরা অনশনের জন্য প্রস্তুত।’

সম্প্রতি ভারতের আইনসভায় কৃষি সংক্রান্ত তিনটি সংস্কার আইন পাশ করা হয়। নতুন আইনে দেশটির কৃষি কার্যক্রমে ব্যক্তিমালিকানা প্রতিষ্ঠা হবে বলে মনে করছে কৃষকেরা।

নতুন আইনের ফলে কৃষকদের শঙ্কা তাদের কাছ থেকে ন্যায্যমূল্যে ফসল কিনতে সরকার যেমন বাধ্য থাকবে না, তেমনি বাজারের ওপর নিয়ন্ত্রণও থাকবে না। দাম-দর নিয়ন্ত্রণের ক্ষমতা চলে যাবে কোম্পানিগুলোর হাতে। এতে কোম্পানিগুলোর দয়ার ওপর নির্ভরশীল হয়ে যেতে পারে তাদের জীবন।

আইনগুলো পাশের আগে থেকেই এর বিরোধিতা করে আসছিল ভারতের কৃষক সমাজ। আইন পাশের পর রাস্তায় নেমে এসেছে তারা। ২০ দিন হতে চলল আন্দোলন চালিয়ে যাচ্ছে কৃষকেরা।

আইনে পরিবর্তন আনার আশ্বাস নিয়ে এর মধ্যে কৃষকদের সঙ্গে পাঁচ দফা বৈঠক করেছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বৈঠক করেছেন আন্দোলনকারীদের সঙ্গে। কিন্তু আইন প্রত্যাহার ছাড়া কোনো সমাধান মানতে নারাজ কৃষকেরা।

বিক্ষুব্ধ কৃষকেরা সরকারের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিচ্ছেন। গান গেয়ে এবং ব্যানার ও পোস্টার নিয়ে মিছিল করে আইন প্রত্যাহারের দাবি জানাচ্ছেন।

আন্দোলন স্থলেই রোববার তিকরি সীমান্তে এক কৃষক তার কন্যা সন্তানের প্রথম জন্মদিন পালন করেছেন। সবাই মিলে রাঙিয়ে তোলে অনুষ্ঠানস্থল।

ওই শিশুর বাবা জগৎ সিং বলেন, ‘আমার মেয়ে বাড়িতে তার মা ও আত্মীয় স্বজনের সঙ্গে জন্মদিন উদযাপন করছে। কিন্তু আমরা পণ করেছি, জয় ছাড়া আমরা বাড়িতে ফিরব না। আমি আমার মেয়েদের প্রজন্মের জন্য এবং তাদের ভূমির অধিকারের জন্য লড়াই করছি।’

এ বিভাগের আরো খবর