বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অনশন করবেন কেজরিওয়াল, পাঞ্জাবে কারা কর্মকর্তার পদত্যাগ

  •    
  • ১৩ ডিসেম্বর, ২০২০ ২২:৩৭

ভারতের বিতর্কিত কৃষি আইন বাতিল আন্দোলন আরও তীব্র হয়ে উঠছে। আন্দোলনের ১৮তম দিনে তিন ঘন্টা বন্ধ ছিল দিল্লি-জয়পুর সড়ক।

এদিকে, সোমবার অনুষ্ঠিত হতে যাওয়া কৃষকদের অনশনে সামিল হওয়ার ঘোষণা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

কৃষকদের বিক্ষোভে সংহতি জানিয়ে পদত্যাগ করেছেন পাঞ্জাবের ডিআইজি (প্রিজন) লখমিন্দর সিং জাখার।

সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কৃষকদের অনশনে সামিল হবেন কেজরিওয়াল।

বিক্ষোভ নিয়ে সমাধানে আসতে রোববার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর।

একটি সূত্র জানিয়েছে, কৃষক বিক্ষোভ নিয়ে চাপ বাড়ছে বিজেপির ভেতরেও।

শনিবার নরেন্দ্র মোদি কৃষি আইনের সাফাই গাইলেও কৃষকরা তাকে পাত্তা দেননি।

কৃষি আইন- ২০২০ এ বলা হয়েছে, উৎপাদিত ফসল কেনা ও বেচার ক্ষেত্রে কৃষক এবং ক্রেতাদের পূর্ণ স্বাধীনতা থাকবে। ভারর সরকারের দাবি, এতে বিক্রয়ের বিকল্প বাড়বে কৃষকদের।

কিন্তু কৃষকরা এমন দাবি নাকচ করে দিয়ে বলছেন, এর ফলে বড় কর্পোরেট প্রতিষ্ঠানের আধিপত্য বাড়বে এবং বাজার একচেটিয়া নিয়ন্ত্রণ করবে তারাই।

কৃষকদের সমর্থনে এগিয়ে এসেছেন একের পর এক বিশিষ্ট জন। এবার তাদের প্রতিবাদে সমর্থন জানিয়ে পদত্যাগ করেছেন পাঞ্জাবের চণ্ডীগড়ের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল (প্রিজন) লখমিন্দর সিং জাখার।

লখমিন্দর বলেন, ‘‌সমস্ত কর্তব্য শেষ করেছি। আমার পদত্যাগ করতে সমস্যা নেই।’‌

৫৪ বছর বয়সী এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘‌আমি আগে এক জন কৃষক। তার পর পুলিশ অফিসার। আমার বাবা কৃষক হিসেবে ক্ষেতে কাজ করার জন্যই আমি আজ এই জায়গায় পৌঁছেছি। তিনিই আমাকে পড়িয়েছে। তাই কৃষির জন্যই সব ছাড়ছি।’‌

এদিকে, কৃষকদের ট্রাক্টর মিছিলে টানা তিন ঘণ্টা বন্ধ থাকার পর রোববার বিকেলে আংশিক খুলেছে দিল্লি–জয়পুর সড়ক।

কৃষকরা রোববার সকালে রাজস্থান–হরিয়ানা সীমান্তের শাহজাহানপুর থেকে মিছিল শুরু করেন। কয়েক হাজার কৃষক দিল্লি–হরিয়ানা সীমানার রেওয়ারিতে পৌঁছলেও পুলিশ দিল্লি–জয়পুর সড়কের দুটি মুখই বন্ধ করে দেয়। উদ্দেশ্য ছিল, কৃষকরা যাতে দিল্লিতে ঢুকতে না পারে।

শাহজাহানপুর থেকে কৃষকদের মিছিলে পা মিলিয়েছেন স্বরাজ ইন্ডিয়ার প্রধান যোগেন্দ্র যাদব এবং বিশিষ্ট সমাজকর্মী মেধা পাটকর।

কৃষকদের আর একটি মিছিল সোমবার সকালে রাজস্থানের নিমরানা থেকে দিল্লির উদ্দেশ্যে রওয়ানা দেবে।

‌কৃষকদের মিছিল আটকাতে বিপুল দিল্লি পুলিশ ছাড়াও চার হাজার পুলিশ মোতায়েন করেছে হরিয়ানা।

এ বিভাগের আরো খবর