বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ওয়াশিংটনে ব্যাপক সংঘর্ষ, গুলি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৩ ডিসেম্বর, ২০২০ ২১:০৯

শনিবার জো বাইডেনের জয়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমর্থকরা। বিক্ষোভ শেষে রাতে তারা বর্ণবাদবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বর্ণবাদবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ট্রাম্প সমর্থকদের সংঘর্ষে অন্তত চার ব্যক্তি জখম ও এক জনের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

দেশটির সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

শনিবার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনের জয়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমর্থকরা। এসময় ট্রাম্পকে বহনকারী হেলিকপ্টার জায়গাটি অতিক্রম করার সময় তাদেরকে হাত নাড়তে দেখা যায়।

বিক্ষোভ শেষে তারা বর্ণবাদবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে জানানো হয়েছে, ওয়াশিংটনের অলিম্পিয়ায় দুই পক্ষের সংঘর্ষে এক জন গুলিবিদ্ধ হয়েছেন। ছুরি হামলায় জখম হয়েছেন অন্তত চার জন। সহিংসতার কারণে এলাকাটিতে দাঙ্গা পরিস্থিতি ঘোষণা করেছে পুলিশ।

ওয়াশিংটন পুলিশ জানিয়েছে, সহিংসতায় জড়িত সন্দেহে ২৩ জনকে আটক করা হয়েছে। ছুরিকাঘাতে আহত ব্যক্তিদের অবস্থা আশঙ্কাজনক।

তবে গুলিবিদ্ধ ব্যক্তির পরিচয় ও শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায় নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশের উপস্থিতিতে এক ব্যক্তিকে আক্রমণ করছে ট্রাম্প সমর্থক প্রাউড বয়েজ সদস্যরা। কয়েকটি ভিডিওতে তাদেরকে আগ্নেয়াস্ত্র হাতে সংঘর্ষে জড়িয়ে পড়তে দেখা যায়।

ছুরিতে জখমরা ও গুলিবিদ্ধ ব্যক্তি কোন পক্ষের তা জানা যায় নি।

৩ নভেম্বরের নির্বাচনে কারচুপি হয়েছে এমন অভিযোগে বিক্ষোভ করে আসছেন ট্রাম্পের সমর্থকরা। যদিও এখন পর্যন্ত এর কোনো প্রমাণ মেলেনি।

এ বিভাগের আরো খবর