কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাদের সঙ্গে সংঘর্ষে পাঁচ পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ভারত।
বৃহস্পতিবার পাকিস্তান বাহিনীর গুলিবর্ষণ ও গোলা নিক্ষেপের জবাবে হামলা চালানো হলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বিভাগ।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ নিউজে এ খবর জানানো হয়েছে।
ভারতের প্রতিরক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, কাশ্মীরের পুঞ্চ জেলার সীমান্তে পাকিস্তানি সেনাদের হামলার জবাবে পাল্টা হামলায় ওই পাঁচ সেনা নিহত হন। আহত হয়েছে আরও তিন জন।
হামলায় পাকিস্তানি বাহিনীর কয়েকটি বাঙ্কার ধ্বংস হয়েছে বলেও জানিয়েছে সূত্রটি।
তবে পাকিস্তান বলছে, ভারতীয় সেনাদের হামলায় তাদের দুই সেনা নিহত হয়েছে।
টাইমস নাউ নিউজ বলছে, জানুয়ারি মাস থেকে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষে অন্তত ৩০ বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন প্রায় একশ জন।