বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে ভারতে চলমান কৃষক আন্দোলন ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রেও।
কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির নিউ ইয়র্ক শহরে বিক্ষোভ হয়।
এপির প্রতিবেদনে বলা হয়, কনস্যুলার জেনারেল অফ ইন্ডিয়ার দফতরের বাইরে ব্যানার হাতে বেশ কয়েক জন বিক্ষোভকারী ‘কৃষক নেই তো খাদ্য নেই’ স্লোগান দেন। এ সময় একটি ট্র্যাক্টরে চড়েও বিক্ষোভ করেন তারা।
বিক্ষোভকারীদের একজন ড. বখশিশ সিং সাধু বলেন, ‘শিখরা পাঞ্জাবের জমি সংস্কার আইন বাতিলের দাবি জানাচ্ছে। এটি কৃষকদের ভয়াবহ পরিস্থিতির মুখে ফেলবে। দ্রুততার সঙ্গে আইনটি পাস করা হয়েছে, যা অসাংবিধানিক। এ আইনে জমির মালিক তার মালিকানা হারাবে ও শ্রমিকে পরিণত হবে। ভারতের মানবাধিকার আইনের লঙ্ঘন এ আইন।’
ভুপিমদা সিং নামের আরেক বিক্ষোভকারী বলেন, ‘চুক্তিভিত্তিক কৃষির জন্য ভারত প্রস্তুত নয়। এ বিষয়ে ৯৫ শতাংশ কৃষকের কোনো ধারণাই নেই। কৃষি আইন বাতিলের দাবিতে শিখরা যে ভারতে শান্তিপূর্ণ প্রতিবাদ করছেন, বিশ্ববাসীকে তা জানতে হবে। ’
কৃষি আইন বাতিলের দাবিতে প্রায় দুই মাস ধরে আন্দোলন করছেন ভারতের পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষক।
আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে দুই সপ্তাহ আগে হাজার হাজার কৃষক রাজধানী দিল্লির উদ্দেশে রওনা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়। রাজধানীতে তাদের প্রবেশ ঠেকাতে জলকামান ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।
দিল্লিতে ঢোকার মহাসড়ক টানা দুই সপ্তাহ অবরোধ করে রাখে আন্দোলনরত কৃষকরা। একপর্যায়ে ৮ ডিসেম্বর বনধের ডাক দেন তারা। সরকারের সঙ্গে তাদের আলোচনাও ব্যর্থ হয়।
কৃষকদের ভাষ্য, সেপ্টেম্বরে পাস হওয়া নতুন কৃষি আইনে তাদের উৎপাদিত পণ্যের মূল্য কমে যাবে। সর্বনিম্ন মূল্যে সরকার শস্য কেনা বন্ধ করে দিতে পারে বলে আশঙ্কা তাদের। করপোরেট প্রতিষ্ঠানের কাছে কম মূল্যে পণ্য বিক্রি করতে বাধ্য হবেন কৃষকরা।