ভারতের কর্ণাটক রাজ্যে গরু হত্যা বন্ধে নতুন বিল পাস হয়েছে। বুধবার বিধানসভায় পাস হওয়া এই বিলটি চূড়ান্ত আইন হিসেবে বাস্তবায়িত হলে রাজ্যটিতে কেউ গরু হত্যা করতে পারবেন না। আইন অমান্য করলে জরিমানার পাশাপাশি পাঁচ বছরের জেলও হতে পারে।
বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
বিরোধী দল কংগ্রেসের তীব্র বিরোধিতার মুখেই বুধবার বিলটি পাস করেছে কর্ণাটক বিধানসভা। এর প্রতিবাদে কংগ্রেসের বিধায়করা ওয়াক আউট করেন।
গো হত্যা প্রতিরোধ ও সংরক্ষণ আইন -২০২০ নামে আইনটি করতে বিল প্রস্তাব করেছিলেন বিজেপি নেতা ও রাজ্যটির মূখ্যমন্ত্রী বি এস ইদিয়ুরাপ্পা।
এতে গো হত্যা বন্ধে পুরো নিষেধাজ্ঞা দেয়ার প্রস্তাব করা হয়। তবে বিল পাসের পর ইদিয়ুরাপ্পা বলছেন, ১৩ বছরের বেশি বয়সী গো হত্যায় বাধা নেই।
গরুদের পাশাপাশি ১২ বছরের কম বয়সী মহিষদের সুরক্ষার প্রস্তাবও আনা হয়েছে বিলটিতে।
বিলে গো হত্যা বন্ধে পুলিশকে তল্লাশির অনুমতি দেয়ার সুপারিশ করা হয়েছে।
কংগ্রেস বলছে বিলটি আইন হিসেবে পাস হলে এটি সাম্প্রদায়িক উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে। এতে করে মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হবেন।
বিজেপি বলছে, হিন্দুদের কাছে পবিত্র প্রাণী গরুদের রক্ষায় এই বিল পাস করা হয়েছে।