পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া-মার্ক্সিস্ট (সিপিএম) এর প্রবীণ নেতা বুদ্ধদেব ভট্টাচার্যকে (৭৬) গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
সিপিএমের রাজ্য কমিটির পক্ষ থেকে ডা. সূর্যকান্ত মিশ্র এ খবর নিশ্চিত করেছেন।
দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন বুদ্ধদেব। হাসপাতালে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, তার করোনা পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট নেগেটিভ হলেও বুদ্ধদেবের অন্যান্য শারীরিক সমস্যা নিয়ে চিন্তিত তারা।
এক টুইট বার্তায় বুদ্ধদেবের দ্রুত আরোগ্য কামনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২০০০ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন বুদ্ধদেব ভট্টাচার্য। ২০১১ সাল পর্যন্ত তিনি ওই পদে ছিলেন। একই বছর বিধানসভা ভোটে পরাজয়ের পর তাকে রাজনীতিতে তেমন সক্রিয় দেখা যায়নি।