২০২১ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে এখন থেকেই রাজনৈতিক উত্তাপ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। বুধবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি জগত প্রকাশ নাড্ডা দুই দিনের পশ্চিমবঙ্গ সফরে এসে ভবানীপুর থেকে নির্বাচনী প্রচার শুরু করেছেন।
তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুর। সেখানে তিনি 'আর নয় অন্যায়' কর্মসূচিতে অংশ নেন জে পি নাড্ডা।
এসময় নাড্ডা বলেন, ‘তৃণমূল সরকারকে উৎখাত করবেই বিজেপি। পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসন নিয়ে আমরা সরকার গঠন করব। মানুষ অন্যায়ের বিরুদ্ধে রায় দিতে প্রস্তুত।’
পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। এদিন উত্তর চব্বিশ পরগনায় বনগাঁর কাছে গোপালনগরে ছিল মমতার জনসভা। সেই মঞ্চ থেকে পাল্টা চ্যালেঞ্জ জানান তিনিও।
বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুরাই সংখ্যাগরিষ্ঠ বনগাঁ ও তার আশেপাশে। এটি মাথায় রেখে মমতা বলেন, 'এনআরসি (জাতীয় নাগরিক পঞ্জি) করতে দেব না। সবাই নাগরিক।'
মমতা বলেন, ‘ফের তৃণমূলই সরকার গড়বে। বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে বরদাস্ত করবেন না বাংলার মানুষ। দাঙ্গাবাজদের কোনও স্থান নেই বাংলায়।’