বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইসরায়েলের কড়া সমালোচনা সৌদি প্রিন্সের

  •    
  • ৭ ডিসেম্বর, ২০২০ ১১:০৯

প্রিন্স তুর্কি বলেন, ‘নিরাপত্তা ঝুঁকির ঠুনকো অভিযোগে ফিলিস্তিনিদের কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দি করে রেখেছে ইসরায়েল। নারী ও পুরুষ, বয়স্ক ও তরুণরা সেখানে বিনা বিচারে পচছে।’

বাহরাইন নিরাপত্তা সম্মেলনে ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন সৌদি আরবের আলোচিত প্রিন্স তুর্কি বিন ফয়সাল আল সৌদ।

স্থানীয় সময় রোববার বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত সম্মেলনে তিনি এ সমালোচনা করেন বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়।

তুর্কি বলেন, ‘নিরাপত্তা ঝুঁকির ঠুনকো অভিযোগে ফিলিস্তিনিদের কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দি করে রেখেছে ইসরায়েল। নারী ও পুরুষ, বয়স্ক ও তরুণরা সেখানে বিনা বিচারে পচছে।’

তিনি বলেন, ‘তারা (ইসরায়েল) বাড়িঘর ধ্বংস করছে ও ইচ্ছামতো খুন করছে।’

সম্মেলনে ইসরায়েলের অঘোষিত পরমাণু অস্ত্র মজুদের সমালোচনা করেন প্রিন্স। এ ছাড়া সৌদি আরবকে কলঙ্কিত করতে ও শত্রু হিসেবে দেখাতে ইসরায়েলের রাজনৈতিক তল্পিবাহক ও সংবাদমাধ্যমকে ব্যবহারের সমালোচনাও করেন তিনি।

সৌদির এ প্রিন্সের মতে, ইসরায়েল নিজেকে ‘ক্ষুদ্র, অস্তিত্ব সংকটে ভোগা, চারদিকে রক্তপিপাসু খুনি পরিবেষ্টিত’ হিসেবে বিশ্বে উপস্থাপন করছে। তিনি রাষ্ট্রটির এ কৌশলের সমালোচনা করেন।

তুর্কি বলেন, ‘তারপরও দেশটি (ইসরায়েল) সৌদি আরবের বন্ধু হওয়ার কথা প্রকাশ্যে বলে।’

ফিলিস্তিন-ইসরায়েল সংকটে সৌদি আরবের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন প্রিন্স। ‘আরব পিস ইনিশিয়েটিভ’ নামের চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়েই এ সংকট নিরসন সম্ভব বলে জানান তিনি।

২০০২ সালে সৌদি আরব সমর্থিত ওই চুক্তিতে ১৯৬৭ সালে ইসরায়েলের দখল করা ফিলিস্তিনিদের অঞ্চল ফিরিয়ে দেয়ার বিনিময়ে আরবের সব দেশের ইসরায়েলের সঙ্গে পূর্ণ সম্পর্ক স্থাপনের কথা বলা হয়েছে।

প্রিন্স বলেন, ‘ক্ষতকে ব্যথানাশক ওষুধ দিয়ে সারানো যায় না।’

এদিকে প্রিন্সের সমালোচনামূলক বক্তব্যের পরপরই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি একই সম্মেলনে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন।

তিনি বলেন, ‘সৌদি প্রতিনিধির মন্তব্যে আমি বেদনাহত হওয়ার কথা জানাতে চাই। আমি মনে করি না তার বক্তব্যে মধ্যপ্রাচ্যের চেতনা ও চলমান পরিবর্তনের বিষয়টি প্রতিফলিত হয়েছে।’

এ বিভাগের আরো খবর