বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফল পাল্টাতে জর্জিয়ার গভর্নরকে চাপ ট্রাম্পের

  •    
  • ৬ ডিসেম্বর, ২০২০ ০৮:৫০

গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যটিতে ৩ নভেম্বরের নির্বাচনে জিতে ১৬ ইলেকটোরাল নিজের করে নেন জো বাইডেন। মোট ৩০৬টি ইলেকটোরাল পেয়ে এই ডেমোক্র্যাট প্রার্থী এখন হোয়াইট হাউজে যাওয়ার অপেক্ষায়।

জর্জিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘুরিয়ে দিতে অঙ্গরাজ্যটির গভর্নরকে চাপ প্রয়োগ করেছেন ডনাল্ড ট্রাম্প।

গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যটিতে ৩ নভেম্বরের নির্বাচনে জিতে ১৬ ইলেকটোরাল নিজের করে নেন জো বাইডেন। মোট ৩০৬টি ইলেকটোরাল পেয়ে এই ডেমোক্র্যাট প্রার্থী এখন হোয়াইট হাউজে যাওয়ার অপেক্ষায়।

কিন্তু ট্রাম্প এখনও হার না মানা নিয়ে অনড়। প্রমাণ ছাড়াই বেশ কয়েকটি অঙ্গরাজ্যের ভোটে জালিয়াতির অভিযোগ তুলছেন বর্তমান প্রেসিডেন্ট। যদিও এ নিয়ে আইনি লড়াই সুবিধা করতে পারছেন না রিপাবলিকান প্রার্থী। সব জায়গা থেকেই আসছে হতাশার খবর।

তবে নির্বাচনের ফল পাল্টে দেয়ার চেষ্টা থেমে নেই ট্রাম্পের। শনিবার টানা কয়েকটি টুইটে জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্পকে রাজ্য আইনসভায় বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানান তিনি। উদ্দেশ্য, এখানকার নির্বাচনের ফল পাল্টে দেয়া।

জর্জিয়ায় আসন্ন সিনেট নির্বাচন উপলক্ষে প্রচারণার অংশ নেয়ার কয়েক ঘণ্টা আগে সেখানকার গভর্নরের প্রতি এ আহ্বান জানান ট্রাম্প।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ছিল জর্জিয়া। সেখানে অল্প ভোটের ব্যবধানে জয় পেয়ে যান বাইডেন। রিপাবলিকানদের ঘাঁটি বলে খ্যাত অঙ্গরাজ্যটিতে ১৯৯২ সালের পর প্রথম জয় পায় ডেমোক্র্যাটরা।

প্রেসিডেন্ট নির্বাচনের ভোটে হেরে যাওয়ার পর রিপাবলিকানদের নজর এখন সিনিটে নিয়ন্ত্রণ ধরে রাখায়। জানুয়ারিতে জর্জিয়ায় অনুষ্ঠেয় দুটি সিনেট আসনের মধ্যে ডেমোক্র্যাটরা জয় পেয়ে গেলে আইনসভার উচ্চকক্ষেও নিয়ন্ত্রণ হারাবে রিপাবলিকানরা। তাই সিনেট আসনের নির্বাচন উপলক্ষে সেখানে জোর প্রচারণা চালাচ্ছে তারা।

ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, শনিবার সকালে ট্রাম্প জর্জিয়ার গভর্নর কেম্পকে ফোনও করেছেন। অঙ্গরাজ্যটিতে অনুপস্থিত ভোটারদের ব্যালটগুলোতে স্বাক্ষরের বিষয়টি তদন্তের আহ্বান জানান তিনি।

এ বিষয়ে জ্ঞাত একটি সূত্র সংবাদপত্রটিকে বলেছেন, ট্রাম্প এমন আহ্বান জানালেও ভোট অডিট করার নির্দেশ দেয়ার মতো ক্ষমতা কেম্পের হাতে নেই। এ ছাড়া প্রেসিডেন্টের নির্দেশ প্রত্যাখান করেছেন গভর্নর।

শুরু থেকেই ডাকযোগে পাঠানো ব্যালটগুলো নিয়ে নানা অভিযোগ ট্রাম্পের। তবে এসব অভিযোগের পেছনে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো প্রমাণ হাজির করতে পারেননি তার প্রচার শিবির।

জর্জিয়ার ভোট তদন্ত করে দেখতে সেখানকার গভর্নরকে চাপ দিয়ে শনিবার একাধিক টুইট করেছেন ট্রাম্প। লিখেছেন- ‘গভর্নর ব্রায়ান কেম্প বা সেক্রেটারি অব স্টেট ব্যালটগুলোর স্বাক্ষর যাচাই করলে আমি অনায়াসে ও দ্রুতই জর্জিয়ায় জয় পাব…কেন এই দুই রিপাবলিকান এতে না করছেন?’

জবাবে কেম্প টুইটারে জানান, তিনি প্রকাশ্যে স্বাক্ষর যাচাইয়ের জন্য তিনবার সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন।

তখন ট্রাম্প লিখেন- ‘আপনি যাচাইয়ের যে নির্দেশনা দিয়েছেন তা আপনার লোকজন প্রত্যাখান করছে। তারা কেন বিষয়টি লুকাচ্ছে?

‘আইনসভার বিশেষ অধিবেশন ডাকা যেতে পারে। এটা আপনি সহজেই করতে পারেন। দ্রুতই তা করুন।’-যোগ করেন ট্রাম্প।

এ বিভাগের আরো খবর