করোনাভাইরাস মহামারি রুখতে মেডিক্যাল সরঞ্জাম ও ত্রাণের জন্য ধনীদের কাছ থেকে অর্থ নিতে নতুন কর আইন পাস করেছে আর্জেন্টিনা।
স্থানীয় সময় শুক্রবার দেশটির আইনসভার উচ্চ কক্ষ সিনেটে আইনটি পাস হয়। ‘মিলিয়নেয়ারেস টেক্স’ নামের বিলটির পক্ষে ভোট পড়ে ৪২টি, বিপক্ষে ২৬ ভোট।
করোনা পরিস্থিতি মোকাবিলায় যেসব ধনাঢ্যের কাছ থেকে কর হিসেবে ২০ কোটির অধিক পেসো (আড়াই কোটি ডলার) নেয়া হবে তাদের সংখ্যা প্রায় ১২ হাজার জন।
অর্থনৈতিক দিক থেকে এমনিতেই অনেক দিন ধরে বাজে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। করোকালে পরিস্থিতি আরও জটিল হয়েছে।
বিবিসি লিখেছে, লাতিন আমেরিকার দেশটিতে এরই মধ্যে করোনা শনাক্তের সংখ্যা ১৫ লাখ ছুঁইছুঁই। মৃত্যুর সংখ্যা প্রায় ৪০ হাজার।
অক্টোবরে বিশ্বের পঞ্চম দেশ হিসেবে ১০ লাখ করোনা শনাক্তের তালিকায় নাম ওঠে সাড়ে ৪ কোটি জনসংখ্যার দেশ আর্জেন্টিনার। সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে শনাক্ত ১০ লাখ ছাড়ানোর তালিকায় আর্জেন্টিনার অবস্থান শীর্ষে।
২০১৮ সাল থেকেই অর্থনৈতিক মন্দার মধ্যে আছে আর্জেন্টিনা। বেকারত্বের হার ও দারিদ্র্যের অবস্থা চরম পর্যায়ে। ঋণের বিশাল পাহাড় সরকারের ঘাড়ে। এর মধ্যে করোনা মোকাবিলায় লকডাউন আরোপে অর্থনৈতিক বাজে পরিস্থিতি মাত্রা ছাড়ায়।
পরিস্থিতি মোকাবিলায় ধনীদের ওপর বাড়তি কর আরোপের আইন করল লাতিন আমেরিকার দেশটি। সংশ্লিষ্ট একজন জানিয়েছেন, এই আইন কেবল আর্জেন্টিনার মোট করদাতার শূন্য দশমিক ৮ শতাংশের ওপর প্রভাব ফেলবে।
যাদের ওপর এই আইন কার্যকর হবে তাদেরকে আর্জেন্টিনায় থাকা সম্পদের ওপর সাড়ে ৩ শতাংশ হারে কর দিতে হবে। দেশের বাইরে থাকা সম্পদের ওপর কর দিতে হতে পারে ৫ দশমিক ২৫ শতাংশ হারে।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, নতুন কর আইনের আওতায় যে অর্থ পাওয়া যাবে তার ২০ শতাংশ ব্যবহার করা হবে চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম ক্রয়ে।
২০ শতাংশ বরাদ্দ করা হবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার জন্য, ২০ শতাংশ দেয়া হবে শিক্ষার্থীদের বৃত্তিতে। ১৫ শতাংশ বরাদ্দ দেয়া হবে সামাজিক উন্নয়নে এবং বাকি ২৫ শতাংশ যাবে প্রাকৃতিক গ্যাস উদ্যোগে।