কাতারের সঙ্গে সৌদি আরবসহ আরব উপসাগরীয় প্রভাবশালী চার দেশের বৈরিতার শিগগিরই অবসান ঘটবে আশাপ্রকাশ করেছে রিয়াদ।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান শনিবার বলেছেন, ইতালিতে চার দেশের প্রতিনিধিদের আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে।
তিনি বলেন, ‘গত কয়েকদিনে আমাদের আলোচনায় তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে। একটি চূড়ান্ত চুক্তিতে আমরা পৌঁছাতে পারব বলে আমি আশাবাদি। ’
বৈঠকের মধ্যস্ততাকারী দেশ কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দেয়ার একদিন পরেই এ বিষয়ে মুখ খুললেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
ইতালির রোমে ২৫ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ভূমধ্যসাগরীয় অঞ্চল বিষয়ক বৈঠক হয়। এতে ওই অঞ্চলের দেশ ছাড়াও বিশ্বের প্রভাবশালী বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
কাতার সংকটসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় বৈঠকে।
সৌদি আরব ও তার মিত্র আরব আমিরাত, মিশর ও বাহারাইনের সঙ্গে কাতারের সমঝোতা আলোচনায় মধ্যস্ততাকারী ছিল কুয়েত। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার এক টুইটে জানান, বিবদমান পক্ষগুলোর মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
এ বিষয়ে আরব আমিরাত, মিশর ও বাহারাইনের কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি। তবে মধ্যস্ততার উদ্যোগ নেয়ায় কুয়েতের প্রশংসা করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি।
আলোচনাকে স্বাগত জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
এর আগে গত বছর কুয়েতের মধ্যস্থতায় কাতার ও সৌদি আরবের আলোচনা হলেও শেষপর্যন্ত তাতে বিরোধের কোনো সুরাহা হয়নি।
সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ এনে ২০১৭ সালের ৫ জুন কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, মিশর , বাহারাইন, সংযুক্ত আরব আমিরাত।