বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বের বৃহত্তম হিমশৈলে ফাটল

  •    
  • ৫ ডিসেম্বর, ২০২০ ১১:৩৮

ছবিতে দেখা যায়, হিমশৈলটির বেশ কিছু জায়গায় ফাটল ও চিড় ধরেছে। অসংখ্য বরফের টুকরো তার গা থেকে ঝরে সাগরে ভেসে বেড়াচ্ছে।

দক্ষিণ আটলান্টিক মহাসাগরে বিশ্বের সবচেয়ে বড় হিমশৈলের ছবি তুলেছে যুক্তরাজ্যের রয়েল এয়ার ফোর্স (আরএএফ)। ছবিতে এটির করুণ দশা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ‘এ৬৮এ’ নামে চার হাজার ২০০ বর্গকিলোমিটারের হিমশৈলটির জীর্ণ দশা পর্যবেক্ষণে এ৪০০এম সামরিক বিমান ব্যবহার করা হয়েছে।

ছবিতে দেখা যায়, হিমশৈলটির বেশ কিছু জায়গায় ফাটল ও চিড় ধরেছে। অসংখ্য বরফের টুকরো তার গা থেকে ঝরে সাগরে ভেসে বেড়াচ্ছে।

অ্যান্টার্কটিকা মহাদেশের ওই হিমশৈল বর্তমানে সাউথ জর্জিয়া দ্বীপের ব্রিটিশ অঞ্চলে ঢুকছে। দ্বীপটি থেকে ২০০ কিলোমিটার দূরে আছে এ৬৮এ। অগভীর উপকূলের পানিতে সেটি আটকে যাওয়ার আশঙ্কা রয়েছে।

পরিস্থিতি অনুধাবনে ব্রিটিশ ফোর্সেস সাউথ আটলান্টিক আইল্যান্ডের (বিএফএসএআই) বিমান পাঠানো হয়েছে।

বিএফএসএআইয়ের ফেসবুক পেজে স্কোয়াড্রন লিডার মাইকেল উইলকিন্সন বলেন, ‘স্যাটেলাইটের মাধ্যমে ট্র্যাক করে এ৪০০এম বিমানটি হিমশৈলের আরও কাছে গিয়ে পরিস্থিতি বিস্তারিতভাবে নিরীক্ষণ করতে পারবে।’

তিনি বলেন, ‘এই উদ্যোগের সঙ্গে যুক্ত সব ক্রুর পক্ষ থেকে আমি এসব বিষয় জানাচ্ছি। এ কাজে যুক্ত হওয়া নিশ্চিতভাবেই অভিনব ও অবিস্মরণীয়।’

সম্প্রতি স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যায়, হিমশৈলটির কিনারাগুলো দ্রুত ভেঙে পড়ছে।

আগামীতে শৈলটির অবস্থা কী হবে, তা বুঝতে এটির নতুন স্থিরচিত্র ও ভিডিও বিশ্লেষণ করা হবে।

এ বিভাগের আরো খবর