করোনাভাইরাস মহামারির আরও একটি ভয়ানক দিন দেখল যুক্তরাষ্ট্র। গত একদিনে রেকর্ড মৃত্যু দেখেছে দেশটি। রেকর্ড হয়েছে এই ভাইরাস সংক্রান্ত জটিলতা নিয়ে হাসপাতালে রোগী ভর্তি হওয়াতেও।
কভিড ট্র্যাকিং প্রজেক্টের হিসেব তুলে ধরে সিএনএনের খবরে বলা হয়, স্থানীয় সময় অনুযায়ী গত একদিনে যুক্তরাষ্ট্রে করোনায় ২ হাজার আটশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই মহামারি শুরুর পর এক দিনে এত বেশি মৃত্যু দেখেনি কোনো দেশ।
করোনা সংক্রান্ত জটিলতা নিয়ে গত একদিনে যুক্তরাষ্ট্রে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৬৬৭ জন। হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যায় এটা রেকর্ড।
চলতি সপ্তাহে প্রতি দিনই করোনা সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুতে নতুন রেকর্ড হচ্ছে।
আর বৃস্পতিবার বিকেল পর্যন্ত হিসাব তুলে ধরে জন্স হপকিন্স ইউনিভার্সিটি জানিয়েছে, এদিন যুক্তরাষ্ট্রে আরও দুই লাখ তিন হাজার ৩০৪ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। সংখ্যাটি একদিনের হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ।
সাম্প্রতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে অনেক বিশেষজ্ঞ বলছেন, যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর দৈনিক সংখ্যা নিয়মিতই দুই হাজার বা তিন হাজার অতিক্রমের মধ্যে থাকবে। এই সংখ্যা চার হাজারে পৌঁছানোর সম্ভাবনাও রয়েছে।
সিএনএনের খবরে বলা হয়েছে, চলতি সপ্তাহে দেশটিতে করোনায় গড় মৃত্যুর সংখ্যা এক হাজার ৬৫৪ জন, যা গ্রীষ্মকালীন গড় মৃত্যুর সংখ্যা প্রায় এক হাজার ১৩০ থেকে বেশি। তবে সংখ্যাটি এপ্রিলের শেষ দিক পর্যন্ত গড় মৃত্যুর সংখ্যা দুই হাজার ২৪০ থেকে কম।
পরিস্থিতি বেগতিক হিসেবে উল্লেখ করেছেন জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক হৃদরোগ বিশেষজ্ঞ ড. জোনাথন রেইনের। বলেন, ‘আগামী সপ্তাহ থেকে আমাদেরকে দৈনিক প্রায় তিন হাজার মৃত্যু নিয়ে কথা বলতে হতে পারে।…যার অর্থ প্রতিদিন একটি নাইন এলিভেন।’
উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইট টাওয়ারের সন্ত্রাসী হামলার ঘটনাটি ‘নাইন এলিভেন’ নামে পরিচিত। ওই হামলায় প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
করোনা সংক্রান্ত তথ্য-উপাত্তের ওয়েবসাইট ওয়ার্ল্ডেমিটারের হিসাব মতে, বাংলাদেশ সময় শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল এক কোটি ৪৫ লাখ। মৃত্যুর সংখ্যা দুই লাখ ৮২ হাজার।