ভারতের উত্তর প্রদেশ রাজ্যে স্যানিটাইজার ঢেলে আগুন জ্বালিয়ে বন্ধুসহ এক সাংবাদিককে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার রাজ্যটির রাজধানী লক্ষ্ণৌ থেকে ১৬০ কিলোমিটার দূরে বলরামপুরে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে রিঙ্কু মিশ্র, আক্রম ও তার বন্ধু ললিত মিশ্রকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহতরা হলেন রাকেশ সিং নির্ভীক (৩৭) ও তার বন্ধু পিন্টু সাহু (৩৪)। রাকেশ লক্ষ্ণৌর ‘রাষ্ট্রীয় স্বরূপ’ পত্রিকায় কাজ করতেন।
অভিযোগ উঠেছে, গ্রামের পঞ্চায়েত প্রধানের দুর্নীতি নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন করেন রাকেশ। শুক্রবার তার বাড়িতে যান পিন্টু। ওই সময় পঞ্চায়েত প্রধানের ছেলেসহ তিন জন বাড়িতে ঢুকে রাকেশ ও পিন্টুর গায়ে স্যানিটাইজার ঢেলে আগুন লাগিয়ে দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় পিন্টুর। লক্ষ্ণৌর একটি হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর রাকেশের মুত্যৃ হয়।
মৃত্যুর আগে আড়াই মিনিটের একটি ভিডিওতে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় রাকেশকে।
পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি। এতে রাকেশ ওই পঞ্চায়েত প্রধান ও তার ছেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে প্রায়ই প্রতিবেদন করার কথা জানান।
ভিডিওতে তিনি বলেন, ‘সত্য ঘটনাকে সামনে আনার এটাই মূল্য।’
বলরামপুরের পুলিশ সুপার দেবরঞ্জন বর্মা জানান, অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে।