বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ট্রাম্পের বিতর্কিত করোনা উপদেষ্টার পদত্যাগ

  •    
  • ১ ডিসেম্বর, ২০২০ ১২:১৪

করোনা মহামারিতে লকডাউনের বিরোধিতাসহ বিতর্কিত বিভিন্ন তত্ত্বের জন্য সমালোচিত ছিলেন অ্যাটলাস।

করোনাভাইরাস বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ডা. স্কট অ্যাটলাস পদত্যাগ করেছেন।

দেশটির বিশেষ সরকারি কর্মকর্তার দায়িত্ব থেকে সোমবার সরে যান তিনি।

করোনা মহামারিতে লকডাউনের বিরোধিতাসহ বিতর্কিত বিভিন্ন তত্ত্বের জন্য সমালোচিত ছিলেন অ্যাটলাস।

অ্যাটলাসের পদত্যাগ অবশ্য অপ্রত্যাশিত ছিল না। সীমিত সময়ের চুক্তিতে তিনি ওই পদে যোগ দেন। এই সপ্তাহেই তার চুক্তির মেয়াদ শেষ হতো।

সোমবার রাতে ডা. অ্যাটলাস টুইটে বলেন, ‘মহামারিতে জীবন বাঁচানো এবং আমেরিকানদের সহায়তা করা, এই একটি লক্ষ্যেই আমি কঠোর পরিশ্রম করেছি। রাজনৈতিক বিবেচনা বা প্রভাবমুক্ত থেকে সবসময় সবশেষ বিজ্ঞান ও প্রমাণের ওপর নির্ভর করেছি।’

ট্রাম্প প্রশাসনে ডা. অ্যাটলাসের সহকর্মীদের অনেকে অবশ্য তার এ মূল্যায়নের বিরোধিতা করবেন। কারণ দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের কর্মকর্তা ও সরকারি বিজ্ঞানীদের মতামত থেকে এটি সম্পূর্ণ ভিন্ন।

মাস্ক পরার গুরুত্ব কম, শিশুরা করোনা ছড়ায় না, এ ধরনের বেশকিছু বিতর্কিত বিষয়কে সমর্থন জানিয়েছিলেন ডা. অ্যাটলাস। এর চেয়েও বিতর্কিত ছিল মহামারিতে যুক্তরাষ্ট্র সরকারের ভূমিকার বিষয়ে তার উদাসীনতা।

ডা. অ্যাটলাসের দৃষ্টিতে করোনা নিশ্চিহ্ন করা সরকারের কাজ নয়। সবচেয়ে ঝুঁকিপূর্ণ নাগরিকদের রক্ষা করাই শুধু তাদের দায়িত্ব।

তার যুক্তি ছিল, করোনাভাইরাসে সংক্রমিত বেশিরভাগ মানুষ গুরুতর অসুস্থ হয় না। এ ছাড়া এর মাধ্যমে অধিকাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, যা তথাকথিত ‘হার্ড ইমিউনিটির’ দিকে নিয়ে যায়।

এ কারণে তিনি সবসময় লকডাউন বা অর্থনৈতিক কর্মকাণ্ডকে সীমিত করার বিরোধিতা করে আসছিলেন।

অক্টোবরে একটি টুইটে তিনি লেখেন, ‘উচ্চ ঝুঁকি কমান; স্কুল ও সমাজ উন্মুক্ত করুন। বিকল্প? সুস্থ মানুষকে কফিনে ঢোকানো, ব্যবসা সীমিত করা, স্কুল বন্ধ করা... এগুলো মানুষ খুন করা, পরিবারকে ধ্বংস ও বাচ্চাদের বলিদান করা।’ এরপর হ্যাশট্যাগ দেন ‘যুক্তিসঙ্গত ভাবনা’।

তার এ ধরনের চিন্তাধারায় যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা হতাশ ছিলেন। তারা সতর্ক করেছিলেন, অ্যাটলাসের এসব ধারণা বিপজ্জনক এবং বিপর্যয়কর পরিণতি বয়ে আনতে পারে।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস ও ফক্স নিউজ

এ বিভাগের আরো খবর