বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তামিল দমন অভিযান: ব্রিটিশ সেনাদের যুদ্ধাপরাধ তদন্ত শুরু

  •    
  • ৩০ নভেম্বর, ২০২০ ১২:৩৩

এই প্রথম ব্রিটিশ ভাড়াটে সেনাদের বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের সময় ব্রিটিশ ভাড়াটে সেনারা যুদ্ধাপরাধে জড়িয়েছিলেন কি না, তা নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশ।

তামিল স্বাধীনতাকামীদের দমনে ১৯৮০ সালে ব্রিটেনভিত্তিক ব্যক্তিগত নিরাপত্তা কোম্পানি কিনি মিনি সার্ভিসেস (কেএমএস) স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) নামে শ্রীলঙ্কা পুলিশের একটি এলিট ইউনিটকে প্রশিক্ষণ দেয়।

এসটিএফের বিরুদ্ধে তামিল বেসামরিক নাগরিকদের হত্যা, বিচারবহির্ভূত হত্যাসহ বেশ কিছু মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ছিল।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, মেট্রোপলিটন পুলিশের এ তদন্তটি ব্রিটিশ ভাড়াটে সেনাদের বিষয়ে প্রথম অনুসন্ধান বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের এক মুখপাত্র জানান, চলতি বছরের মার্চে ব্রিটিশ ভাড়াটে সেনাদের যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তের সুপারিশ পায় মেট্রোপলিটন পুলিশ।

শ্রীলঙ্কায় যুদ্ধাপরাধে কেএমএসের জড়িত থাকার বেশির ভাগ প্রমাণ যুক্তরাজ্য সরকারের গোপন নথি ও সাংবাদিক ফিল মিলারের তথ্য প্রকাশের স্বাধীনতা সংক্রান্ত অনুরোধ থেকে পাওয়া যায়।

জানুয়ারিতে ‘কিনি মিনি: দ্য ব্রিটিশ মার্সিনারিস হু গট অ্যাওয়ে উইথ ওয়ার ক্রাইমস’ শিরোনামে মিলারের বই প্রকাশিত হয়।

মিলার জানান, যুক্তরাষ্ট্রে বসবাসরত দুই লাখ তামিল (যাদের বেশির ভাগই শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের সময় দেশ ছেড়ে লন্ডনে পালিয়ে এসেছেন) তদন্তের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

মিলার বলেন, ১৯৮০ সালে অনেক তামিল শরণার্থী হয়ে পড়েন। ওই সময় কেএমএস সেখানে সক্রিয় ছিল। হেলিকপ্টার থেকে ছোড়া গুলির কথা তাদের (তামিল) মনে আছে।

তিনি আরও বলেন, মানুষ এটা জানতে পেরে বেশ মর্মাহত যে, বেশির ভাগ ক্ষেত্রে এসব হেলিকপ্টার ব্রিটিশ ভাড়াটে সেনারা চালিয়েছিল।

এ বিভাগের আরো খবর