ইউরোপের দেশগুলোতে করোনাভাইরাসের ভয়াবহতা থামছে না। ছোঁয়াচে এই ভাইরাসে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ মহাদেশে মানুষের মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে।
করোনা সংক্রান্ত নিজস্ব হিসাব তুলে ধরে বার্তা সংস্থা এএফপি জানায়, শনিবার আন্তর্জাতিক মান সময় ০৮:০০ টায় ইউরোপে এই ভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় চার লাখ ৬৪৯ জন।
মহাদেশীয় হিসাবে করোনায় মৃত্যুতে শীর্ষে থাকা লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের পরেই ইউরোপের অবস্থান। এই মহাদেশে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে এক কোটি ৭৬ লাখ।
ইউরোপে করোনায় গত সপ্তাহে মৃত্যু হয়েছে ৩৬ হাজার ১৪৭ জনের। চলমান মহামারি শুরুর পর সাত দিনের হিসেবে মহাদেশটিতে এটাই সর্বোচ্চ প্রাণহানী।
দেশ হিসেবে ইউরোপে সবচেয়ে বেশি মৃত্যু যুক্তরাজ্যে, ৫৭ হাজার ৫৫১ জন, যা এই মহাদেশের মোট মৃত্যুর দুই-তৃতীয়াংশ। দেশটিতে শনাক্ত করোনারোগীর সংখ্যা প্রায় ১৬ লাখ।
মৃত্যুতে যুক্তরাজ্যের পরেই রয়েছে ইতালি, ৫৩ হাজার ৬৭৭ জন।
তৃতীয়স্থানে আছে ফ্রান্স, ৫১ হাজার ৯১৪ জন; ৪৪ হাজার ছয়শো ছাড়ানো মৃত্যু নিয়ে স্পেন আছে চতুর্থস্থানে এবং পঞ্চমস্থানে থাকা রাশিয়ার মৃত্যু ছাড়িয়েছে ৩৯ হাজার।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ লাখ ৫০ হাজার ৯০৬ জন। মোট শনাক্ত হয়েছে ছয় কোটি ২০ লাখ ৭১ হাজার ৬২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ কোটি ২৪ লাখ ৬২ হাজার ৭৪৫ জন।