বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কাশ্মীরে নির্বাচনের আগে ‘আটক’ মেহবুবা মুফতি

  •    
  • ২৮ নভেম্বর, ২০২০ ১৩:৫৩

মেহবুবা লেখেন, ‘ফের বেআইনিভাবে আমাকে আটক করা হয়েছে। আমার মেয়েকেও গৃহবন্দি করা হয়েছে।’

ভারতের কাশ্মীরে জেলা উন্নয়ন পর্ষদের (ডিডিসি) প্রথম দফার ভোট গ্রহণ শুরুর এক দিন আগে রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে আটকের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার এক টুইটবার্তায় অভিযোগটি করেন মেহবুবা।

তিনি লেখেন, ‘ফের বেআইনিভাবে আমাকে আটক করা হয়েছে। আমার মেয়েকেও গৃহবন্দি করা হয়েছে।’

সম্প্রতি মেহবুবা মুফতির পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) নেতা ওয়াহিদ পারাকে গ্রেফতার করে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।

মেহবুবার অভিযোগ, বৃহস্পতি ও শুক্রবার পিডিপি নেতার পুলওয়ামার বাসভবনে তার পরিবারের সঙ্গে দেখা করার চেষ্টা করছেন তিনি। তবে তাকে যেতে দেয়া হচ্ছে না।

মেহবুবা লেখেন, ‘‌ভিত্তিহীন অভিযোগে ওয়াহিদ পারাকে গ্রেফতার করা হয়েছে। আমাকে তার পরিবারের সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না। আমার মেয়ে ইলতিজা ওই বাড়িতে যেতে চেয়েছিল বলে তাকেও গৃহবন্দি করা হয়েছে।’‌

শুক্রবার শ্রীনগরে তিনি যে সংবাদ সম্মেলন ডেকেছিলেন, তাতে পুলিশ বাধা দিয়েছে বলেও অভিযোগ করেন মেহবুবা। তিনি লেখেন, ‘‌উপর মহলের নির্দেশ’‌ জানিয়ে তার বাড়ি থেকে ১০০ মিটার দূরে সাংবাদিকদের আটকে দেয়া হয়।

তবে পাল্টা টুইটে কাশ্মীর অঞ্চলের পুলিশ বলেছে, মেহেবুবাকে গৃহবন্দি করা হয়নি। নিরাপত্তা সংক্রান্ত কারণে তাকে পুলওয়ামায় যেতে দেয়া হয়নি মাত্র।‌

এদিকে গত বছরের আগস্টে ভারতশাসিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর এই প্রথম সেখানে কোনো নির্বাচন হচ্ছে।

বিশেষ মর্যাদা বাতিলের পর কাশ্মীরের পরিস্থিতি, কাশ্মীরবাসীর চাহিদা সম্পর্কে এ নির্বাচনের মাধ্যমে ধারণা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। এ কারণে নির্বাচনে শাসক দল বিজেপি ও উপত্যকার বিরোধী দলগুলোর জোট সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে।

শনিবার এ নির্বাচনে প্রথম দফায় ৪৩ আসনে ভোট গ্রহণ শুরু হয়। এর মাত্র এক দিন আগে বন্দি করার অভিযোগ করলেন মেহবুবা মুফতি।

নির্বাচনে জম্মু-কাশ্মীরের ২৮০ আসনে ভোট শেষ হবে ১৯ ডিসেম্বর। ফল প্রকাশ করা হবে ২২ ডিসেম্বর। ভোট দেবেন সাত লাখ কাশ্মীরি।

এ বিভাগের আরো খবর