ফিলিস্তিনি বংশোদ্ভূত এক নারীকে হোয়াইট হাউসের উচ্চপদে নিয়োগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন। সোমবার হোয়াইট হাউসের আইন বিষয়ক উপপরিচালক হিসেবে রিমা ডোডিন নামে ওই নারীকে নিয়োগ দেয়া হয়।
সৌদি সংবাদমাধ্যম আরবনিউজ জানিয়েছে, রিমা ডোডিন হোয়াইট হাউসে নিয়োগ পাওয়া প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত। তার এই নিয়োগকে আরব-আমেরিকানদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
তবে এই নিয়োগের সমালোচনা করেছে ইসরায়েলের কয়েকটি গণমাধ্যম। তাদের অভিযোগ, রিমা ইহুদিবিরোধী প্রচারণায় অংশ নিয়েছিলেন।
রিমার বাবা-মা পশ্চিম তীরের বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের মুক্তিকামী আন্দোলনকে সমর্থন করে আসছেন।