ভারতের দক্ষিণে আঘাত হেনে কিছুটা দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘নিভার’।
ঝড়টি বুধবার রাত সাড়ে ১১টার দিকে তামিলনাড়ু রাজ্যে আঘাত হানে বলে জানায় এনডিটিভি।
ভারতের আবহাওয়া অধিদফতর (আইএমডি) জানিয়েছে, বুধবার রাত আড়াইটার আগে ঘূর্ণিঝড়টি পুডুচেরির উপকূল অতিক্রম করে।
আইএমডি জানায়, ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে ‘খুব তীব্র’ থেকে ‘তীব্র’ রূপ নিয়েছে।
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, নিভারের প্রভাবে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইসহ রাজ্যের কিছু অংশ এবং পুডুচেরির কিছু অংশে অবিরাম বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে। এতে জলাবদ্ধতা ও গাছ পড়ে যাওয়ায় সম্পদের ক্ষতি হয়েছে।
নিভার আঘাত হানার আগে হাজার হাজার মানুষকে তামিলনাড়ুর ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে সরানো হয়েছে। রাজ্যটির অনেক জেলা ও পুডুচেরিতে বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়েছে।
এদিকে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ঘণ্টায় ১২০ কিলোমিটারেরও বেশি গতিবেগের নিভারের প্রভাবে সৃষ্ট ভারী বৃষ্টিতে দেয়াল ধসে এক নারীর মৃত্যু হয়েছে।
নিভারের কারণে চেন্নাই থেকে বেশ কয়েকটি ট্রেন ও বিমান চলাচল বাতিল করা হয়েছে। হাজার হাজার দুর্যোগ ব্যবস্থাপনাকর্মীকে ঘূর্ণিঝড় কবলিত অঞ্চলে মোতায়েন করা হয়েছে। সব ধরনের মাছ ধরার নৌকাকে বন্দরে ফিরতে বলা হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটবার্তায় জানান, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ইদাপ্পাদি পলানিস্বামীর সঙ্গে কথা হয়েছে তার। দুর্যোগ মোকাবিলায় কেন্দ্রীয় সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করা হয়েছে।