যুক্তরাষ্ট্রের জনগণ নিজেদের মধ্যে নয়, করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডেমোক্র্যাটিক পার্টির জো বাইডেন।
স্থানীয় সময় বুধবার ‘থ্যাংকসগিভিং ডে’ উপলক্ষে দেয়া ভাষণে বাইডেন এ মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের ঊর্ধ্বগতির সময় থ্যাংকসগিভিং উদযাপন ঝুঁকি বিবেচনায় তা থেকে বিরত থাকার আহ্বান জানান বাইডেন।
তিনি বলেন, ‘প্রেসিডেন্টের কাছ থেকে আপনারা সবসময় সত্য জানার দাবি রাখেন। আমাদের করোনাভাইরাসের ঊর্ধ্বগতি কমাতে হবে। এ জন্য চিকিৎসক, নার্স, সম্মুখসারির কর্মীসহ নাগরিকদের কাছে আমরা ঋণী।’
তিনি বলেন, ‘করোনা আমাদের বিভক্ত করেছে, ক্ষুব্ধ করেছে, পরস্পরের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। আমি জানি এর বিরুদ্ধে লড়াই করতে করতে দেশ ক্লান্ত। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা করোনার বিরুদ্ধে যুদ্ধরত, একে অপরের বিরুদ্ধে নয়।
‘আমাদের আরও শক্ত হতে হবে, চেষ্টা দ্বিগুণ করতে হবে। এর বিরুদ্ধে লড়াইয়ে আমাদের ফের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।’
ভাষণে থ্যাংকসগিভিং ডেকে কেন্দ্র করে উদযাপনে পরিবর্তন আনার আহ্বান জানান বাইডেন।
অন্য বছরের মতো বড় জমায়েতের পরিবর্তে এবার শুধু স্ত্রী জিল, মেয়ে ও জামাতার সঙ্গে দিনটি উদযাপন করবেন বলে জানান ডেমোক্র্যাটিক পার্টির বর্ষীয়ান এ নেতা।
ভাষণে করোনা মহামারিকে যথাসময়ে পরাজিত করার অঙ্গীকার করেন বাইডেন।
তিনি বলেন, ‘আমি জানি, আমরা করোনাকে পরাস্ত করতে পারব। জীবন আবার স্বাভাবিক হবে। আমি বিশ্বাস করি, বিভক্তির এই খারাপ সময় পার হয়ে আমরা একদিন আলো ও ঐক্যের দেখা পাব।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কতা সত্ত্বেও থ্যাংকসগিভিংয়ের দিন কাছের মানুষদের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্রের লাখ লাখ বাসিন্দা ভ্রমণ করছেন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এক কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৯৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মৃত্যু হয়েছে দুই লাখ ৬৮ হাজার ২১৯ জনের।