বিশ্বজুড়ে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ছয় কোটি ছাড়িয়েছে। একই সঙ্গে সর্বাধিক আক্রান্তদের দেশ যুক্তরাষ্ট্রে হাসপাতালে ভর্তির রেকর্ড হয়েছে।
বুধবার এসব রেকর্ড হয় উল্লেখ করে নিজেদের হিসাব প্রকাশ করে রয়টার্স।
বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, করোনায় আক্রান্তের সংখ্যায় উল্লম্ফনের মধ্যে ‘থ্যাংকসগিভিং ডে’র ছুটি বাসায় কাটাতে নাগরিকদের পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। দেশটিতে ক্রমবর্ধমান করোনা রোগী সামলাতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।
যুক্তরাষ্ট্রে এক সপ্তাহেরও কম সময়ে করোনা শনাক্ত হয়েছে ১০ লাখ মানুষের শরীরে। এর মধ্য দিয়ে আক্রান্তের সংখ্যা এক কোটি ২৫ লাখ ছাড়িয়েছে।
আনুষ্ঠানিক সূত্রের বরাত দিয়ে রয়টার্সের হিসাবে বলা হয়, করোনায় দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে দুই লাখ ৬০ হাজার মানুষের।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪ লাখ মানুষের।
বিভিন্ন সূত্র থেকে পাওয়া রয়টার্সের ডাটা বিশ্লেষণ করে দেখা যায়, বিশ্বজুড়ে নতুন করে সংক্রমণ বাড়ছে।
করোনায় বৈশ্বিক আক্রান্তের সংখ্যা ৪ কোটি থেকে ৫ কোটি হতে সময় লেগেছিল ২১ দিন। তবে ৫ কোটি থেকে ৬ কোটিতে যেতে সময় লেগেছে মাত্র ১৭ দিন।
গত সপ্তাহজুড়ে দৈনিক আক্রান্ত হয়েছে প্রায় ৫ লাখ ৮০ হাজার মানুষ। মহামারি শুরু হওয়ার পর থেকে যত জন আক্রান্ত হয়েছে, তাদের প্রায় অর্ধেকই শনাক্ত হয়েছে গত ৭০ দিনে।