আফগানিস্তানে দুটি বোমা বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪৫ জন।
দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় মধ্য আফগানিস্তানের বামিয়ান শহরের একটি বাজারে বিস্ফোরণগুলো হয় বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়।
বামিয়ান প্রাদেশিক পুলিশের প্রধান জাবারদাস্ত সাফারি বলেন, জাতিগত সংখ্যালঘু শিয়া হাজারা অধ্যুষিত বামিয়ানে রাস্তার ধারে বোমাগুলো লুকানো ছিল। এ ঘটনায় শিশুসহ ১২ বেসামরিক নাগরিক ও দুই পুলিশ কর্মকর্তা নিহত হন।
বিস্ফোরণের ঘটনাকে ‘অমার্জনীয় অপরাধ’ উল্লেখ করে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, ‘জনাকীর্ণ বাজারটিতে রাখা দুটি চুম্বকীয় বোমা বিস্ফোরণগুলো ঘটায়।’
বার্তা সংস্থা এএফপিকে স্থানীয় বাসিন্দা আনোয়ার সাদাতিয়ার বলেন, ‘আমি যখন বাজারে পৌঁছাই, তখনও সেখানে রক্ত ও শরীরের খণ্ডাংশ পড়ে ছিল। লোকজন যখন কেনাকাটায় ব্যস্ত, তখনই বিস্ফোরণ হয়।
‘পরে হাসপাতালে গিয়ে দেখি, বিস্ফোরণে নিহত বা আহতদের স্বজনরা কাঁদছে। সেখানে এত বেশি আহত ব্যক্তি ছিলেন যে, চিকিৎসকরা বুঝে উঠতে পারছিলেন না, কাকে আগে চিকিৎসা দিবেন। এ দৃশ্য আমি কখনো ভুলব না।'