বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইমরানের ‘পুতুল’ সরকারকে হটাতে চায় বিরোধীরা

  •    
  • ২৩ নভেম্বর, ২০২০ ১১:৩২

বিরোধী দলের ভাষ্য, ‘অপ্রতিনিধিত্বকারী’ সরকারকে ক্ষমতা থেকে সরাতে চান তারা। ইমরান খানের সরকারের বিরুদ্ধে দেশের বিচার বিভাগের ওপর চাপ প্রয়োগ ও অর্থনীতি সামলাতে ব্যর্থ হওয়ার অভিযোগও তোলেন তারা।

ক্ষমতা থেকে সরতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর চাপ অব্যাহত রেখেছে দেশটির বিরোধী পক্ষগুলো।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সমাবেশ নিষিদ্ধের হুমকির মধ্যেও রোববার দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ার শহরে বিরোধী দলগুলোর জোট পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম) বিশাল বিক্ষোভ সমাবেশ করে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে দীর্ঘস্থায়ী বেসামরিক-সামরিক দ্বন্দ্বের মধ্যে ‘প্রকৃত’ গণতন্ত্র পুনরুদ্ধারে সম্প্রতি বিরোধী দলগুলো ‘পিডিএম’ নামে একটি জোট গঠন করে।

প্ল্যাটফর্মটিতে ডানপন্থি ধর্মভিত্তিক দল থেকে শুরু করে মধ্যপন্থি, মূলধারার মধ্যডানপন্থি ও ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদীরা রয়েছে।

১৬ অক্টোবর থেকে পিডিএম পাকিস্তানে টানা সমাবেশ করছে। দেশটির চারটি বড় প্রদেশের তিনটিতে (পাঞ্জাব, সিন্ধু ও বেলুচিস্তান) এরই মধ্যে বিশাল সমাবেশ করে তারা।

রোববার প্রথমবারের মতো খাইবার পাখতুনখোয়া প্রদেশে সমাবেশ করল পিডিএম।

বিরোধী দলের নেতাদের ভাষ্য, ‘অপ্রতিনিধিত্বকারী’ সরকারকে ক্ষমতা থেকে সরাতে চান তারা। ইমরান খানের সরকারের বিরুদ্ধে দেশের বিচার বিভাগের ওপর চাপ প্রয়োগ ও অর্থনীতি সামলাতে ব্যর্থ হওয়ার অভিযোগও তোলেন তারা।

সামরিক বাহিনীর সমর্থনে ২০১৮ সালের নির্বাচনে কারচুপির মাধ্যমে ইমরান খান ক্ষমতায় আসেন বলে অভিযোগ পিডিএমের।

পিডিএমের সাম্প্রতিক তৎপরতার বিষয়ে ইমরান খান জানান, বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে করা দুর্নীতি মামলা তুলে নেয়ায় তাকে বাধ্য করতে প্ল্যাটফর্মটি গঠন করা হয়েছে।

ইমরান খানকে ক্ষমতায় বসাতে হস্তক্ষেপের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে দেশটির শক্তিশালী সামরিক বাহিনী।

এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের প্রকাশ্য রাজনীতিতে প্রত্যাবর্তন বিরোধী দলের বিক্ষোভ সমাবেশে নতুন মাত্রা যোগ করেছে। তবে এবার তার প্রত্যাবর্তন একটু ভিন্ন।

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাবেদ বাজওয়া ও শীর্ষ সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদকে সরাসরি আক্রমণ করেন শরিফ, যা দেশটির ৭৩ বছরের ইতিহাসে বিরল।

পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক দুরাবস্থার জন্য সামরিক বাহিনীর ওই দুই শীর্ষ কর্মকর্তা দায়ী বলে অভিযোগ করেন নওয়াজ।

২০২৩ সালে পাকিস্তানে সাধারণ নির্বাচন হওয়ার কথা।

এ বিভাগের আরো খবর