প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজয় পাল্টে দেয়ার চেষ্টা থেকে ডনাল্ড ট্রাম্পকে সরে আসার আহ্বান জানিয়েছেন তার ঘনিষ্ঠ এক সহযোগী।
নিউ জার্সির সাবেক গভর্নর ক্রিস ক্রিস্টিয়ে প্রেসিডেন্টের আইনজীবীদের কার্যকলাপকে ‘জাতীয় উপহাস’ বলেও বিদ্রূপ করেছেন।
৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের ফলে বাইডেনের কাছে হারলেও তা মানতে নারাজ ট্রাম্প। কোনো প্রমাণ ছাড়াই নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুলছেন এই রিপাবলিকান প্রার্থী। বিভিন্ন অঙ্গরাজ্যে নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে ঠুকেছেন মামলাও।
ট্রাম্পের এই আইনি লড়াইয়ে সমর্থন জানাচ্ছেন অনেক রিপাবলিকান। তবে এই প্রচেষ্টার বিরোধীদের সংখ্যাও দিন দিন বাড়ছে।
শনিবার ট্রাম্প পেনসিলভানিয়ায় বড় এক ধাক্কা খেয়েছে ট্রাম্প শিবির। গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যটির কয়েক লাখ ইমেইল ভোট বাতিল চেয়ে করা মামলাটি খারিজ করে দেয়া দিয়েছেন বিচারক।
পেনসিলভানিয়া আদালতের বিচারক ম্যাথু ব্রান জানান, মামলায় নির্বাচন নিয়ে যেসব অনিয়মের অভিযোগ আনা হয়েছে সেসবের ‘ভিত্তি নেই’।
এর ফলে অঙ্গরাজ্যটিতে ৮০ হাজার ভোটে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয় আগামী সোমবারের মধ্যে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে কোনো বাধা রইল না।
ভোটের ফলাফলে ৫৩৮টি ইলেকটোরাল কলেজের মধ্যে ৩০৬টি জিতে নিয়েছেন বাইডেন, যেখানে হোয়াইট হাউজে যেতে দরকার ২৭০টি ইলেকটোরাল।
এবিসিকে দেয়া সাক্ষাৎকারে নির্বাচনের ফল ঘুরিয়ে দিতে ট্রাম্প শিবিরের চেষ্টা প্রসঙ্গে ক্রিস্টিয়ে বলেন, ‘সত্যি বলতে, প্রেসিডেন্টের আইনজীবী দলের আচার-আচরণ জাতীয় উপহাসে পরিণত হয়েছে।’
নিউ জার্সির সাবেক এই গভর্নর জানান, ট্রাম্প শিবির নির্বাচনের জালিয়াতি নিয়ে ‘আদালত কক্ষের বাইরে আলোচনা করে। কিন্তু যখনই আদালত কক্ষের ভেতরে যায়, তখন আর জালিয়াতি নিয়ে কিছু বলে না এবং কোনো যুক্তি তুলে ধরে না।’
‘আমি প্রেসিডেন্টের একজন সমর্থক। আমি তাকে দুইবার ভোট দিয়েছি। কিন্তু নির্বাচনের একটা পরিণতি আছে। আমরা এমন কোনো কাজ অব্যাহত রাখতে পারি না, যাতে করে আগে হয়নি এমন কিছু ঘটে যায়।’
২০১৬ সালে ট্রাম্পকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সবার আগে মেনে নিয়েছিলেন ক্রিস্টিয়ে। আস্থা জানিয়েছিলেন এবারের এবারের নির্বাচনেও।