আফগানিস্তানে অস্ট্রেলিয়ার বিশেষ বাহিনীর সদস্যদের যুদ্ধাপরাধ নিয়ে প্রকাশিত প্রতিবেদন স্বীকার করে নিতে বলেছেন দেশটির প্রতিরক্ষা প্রধান আনগাস ক্যাম্পবেল। ভবিষ্যতে যাতে একই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই আহ্বানও জানিয়েছেন তিনি।
রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
এদিন গণমাধ্যমের সামনে ক্যাম্পবেল বলেন, ‘অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীকে অবশ্যই আফগানিস্তানে হওয়া যুদ্ধাপরাধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনটি মেনে নিতে হবে। একই ধরনের অপরাধ যাতে আর না ঘটে, সে ব্যাপারেও আমাদের প্রতিজ্ঞা করতে হবে।’
২০০৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত আফগানিস্তানে কর্মরত অবস্থায় অস্ট্রেলিয়ার বিশেষ বাহিনীর সদস্যদের যুদ্ধাপরাধ নিয়ে বৃহস্পতিবার ব্রেরেটন তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে বাহিনীটির ২৫ জন সদস্যের যুদ্ধাপরাধে জড়িত থাকার প্রমাণ মিলেছে।
প্রতিরক্ষা প্রধান ক্যাম্পবেল জানান, পুরো প্রতিবেদনটি খুব ভালোভাবে যাচাই করা হয়েছে। ২০১১ সালে এ বাহিনীর মধ্যপ্রাচ্য প্রধান হিসেবে তিনি এর দায় গ্রহণ করবেন।
ক্যাম্পবেল বলেন, ‘আমি প্রতিরক্ষা বাহিনীকে বলতে চাই, আমরা এর দায় নেব। কেননা দায় না নিলে কোনো সমাধান আসবে না। আবারও যুদ্ধাপরাধের ঘটনা ঘটলে আমি তা মেনে নিতে পারব না।’