বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আবার লকডাউনে কানাডার টরন্টো

  • আরিফ আহমেদ, কানাডা   
  • ২২ নভেম্বর, ২০২০ ০১:৩৮

কানাডায় করোনা সংক্রমণ বাড়ছে। লকডাউন শুরু হবে সোমবার রাত ১২টার পর থেকে। চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।

রেড জোন (ঝুঁকিপূর্ণ এলাকা) থেকে টরন্টো আবার লকডাউনে যাচ্ছে। গত কয়েক দিন ধরে কানাডার সবচেয়ে বড় এ শহর রেড জোনের আওতাভুক্ত ছিল।

গত কয়েকদিন ধরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকার কারণে টরন্টো এবং এর পার্শ্ববর্তী শহর পিল ২৮ দিনের জন্য আবার লকডাউনে ফিরে যাবে।

লকডাউন শুরু হবে সোমবার রাত ১২টার পর থেকে। চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।

অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড বলেন, ‘পরিস্থিতি অত্যন্ত গুরুতর। আরও খারাপ পরিস্থিতি এড়াতে বাড়তি পদক্ষেপ নেওয়া দরকার।’

শীতের প্রথম দিকে তিনি বলেছিলেন করোনার প্রকোপ কমতে শুরু করছে। এখন তিনি অবস্থান বদল করেছেন। ডগ ফোর্ড আরো বলেন, ‘ভাইরাসের মারাত্মক বিস্তার ঠেকাতে আমাদের দৃঢ় পদক্ষেপ নিতে হবে। লকডাউন এই প্রদেশের প্রতিটি মানুষকে রক্ষা করবে।’

টরন্টোর মেয়র জন টরি বলেন, ‘অর্থনীতির উন্নতি করতে হলে আমাদের আগে সুস্থ হতে হবে।’

কানাডায় করোনার সংক্রমণ বাড়ছে। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় পাঁচ হাজার লোক আক্রান্ত হচ্ছে।

কানাডার প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার থেরেসা ট্যাম বলেন, ‘এইভাবে বাড়তে থাকলে পাঁচ থেকে ছয় সপ্তাহের মধ্যে একদিনে ২০ হাজার লোক আক্রান্ত হতে থাকবে।’

রেড হট রেস্টুরেন্টের মালিক নিউজবাংলার প্রতিনিধিকে জানান, তাদের ব্যবসা ৭০ শতাংশ কমে গেছে। আর কিছু দিন এই রকম চলতে থাকলে দোকান বন্ধ করা ছাড়া কোনো উপায় থাকবে না।

এ বিভাগের আরো খবর