করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডনাল্ড ট্রাম্প জুনিয়র।
তার মুখপাত্র শুক্রবার এ খবর নিশ্চিত করে বলে বিবিসি জানিয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকে কোয়ারেন্টিনে আছেন ৪২ বছর বয়সী ট্রাম্প জুনিয়র।
এ ব্যাপারে এক বিবৃতিতে বলা হয়েছে, করোনায় আক্রান্ত হলেও তার শরীরে কোনো লক্ষণ নেই। কভিড-১৯ সংক্রান্ত সব ধরনের গাইডলাইন অনুসরণ করছেন তিনি।
প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলেমেয়েদের মধ্যে ট্রাম্প জুনিয়র দ্বিতীয় যিনি করোনায় আক্রান্ত হলেন।
গত মাসে করোনার সংক্রমণ ধরা পড়েছিল ১৪ বছর বয়সী ব্যারন ট্রাম্পের শরীরে। তবে দ্রুত সেরে উঠেছিলেন ট্রাম্প ও মেলানিয়া দম্পতির একমাত্র সন্তান।
করোনায় পর্যুদস্ত দেশগুলোর মধ্যে সবার ওপরে যুক্তরাষ্ট্র। দেশটিতে এই ভাইরাসে মৃত্যুর সংখ্যা ২ লাখ ৬০ হাজার ও আক্রান্তের সংখ্যা ১ কোটি ২২ লাখ ছাড়ানোর সময় দেশটির প্রেসিডেন্টের বড় ছেলের আক্রান্তের খবর এল।
ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ট্রাম্প জুনিয়র।
জুলাইয়ে তার পার্টনার ফক্স নিউজের সাবেক উপস্থাপিকা কিম্বার্লি গিলফয়লেও করোনায় আক্রান্ত হয়েছিল।
এদিকে, শুক্রবার ট্রাম্পের বিশেষ সহযোগী অ্যান্ড্রু গিউলিয়ানি এক ঘোষণায় জানান, করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। গিউলিয়ানি প্রেসিডেন্টের ব্যক্তিগত আইনজীবীর রুডি গিউলিয়ানির ছেলে।
অক্টোবরের শুরুতে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা যখন তুঙ্গে তখন করোনায় আক্রান্ত হয়েছিলেন ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়াও।
এ সময় চিকিৎসা নিতে হাসপাতালে যেতে হয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পকে।