করোনাভাইরাস প্রতিরোধে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত টিকা আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই ভারতে পাওয়া যাবে বলে জানিয়েছেন দেশটির টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনাওয়ালা।
তিনি জানান, প্রাথমিকভাবে দুই ডোজ করে টিকা দেয়া হবে, যার দাম পড়বে এক হাজার রুপির মধ্যে।
শুক্রবার আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এদিন দিল্লিতে এক অনুষ্ঠানে পুনাওয়ালা জানান, ভারতের সব মানুষকে টিকা দিতে ২০২৪ সাল পর্যন্ত সময় লাগতে পারে। তবে টিকার দেয়ার বিষয়টি চূড়ান্ত পর্বের ট্রায়ালের সাফল্য ও সরকারি অনুমোদনের ওপর নির্ভর করছে।
তিনি আরও জানান, দুই দফায় টিকা দেয়া হবে। ফেব্রুয়ারি মাসে প্রথমে টিকা দেওয়া হবে স্বাস্থ্যকর্মী ও বয়স্কদের। সবার জন্য টিকা মিলবে এপ্রিল থেকে।
পুনাওয়ালা বলেন, ‘বাংলাদেশ ছাড়া এখন পর্যন্ত কারও সঙ্গে আমরা টিকার ব্যাপারে চুক্তিবদ্ধ হইনি। পর্যাপ্ত টিকা মজুত না হওয়া পর্যন্ত আমরা অন্য কারও সঙ্গে চুক্তিবদ্ধ হতে চাই না।’
তিনি জানান, ২০২১ সালের প্রথম দিকে প্রায় ৪০ কোটি ডোজের অক্সফোর্ড টিকা পাওয়া যাবে।
পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৯০ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে মারা গেছে এক লাখ ৩২ হাজার ৫৪১ জন।