বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পশ্চিম তীরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর নজিরবিহীন সফর

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২০ নভেম্বর, ২০২০ ১৯:২৪

ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঘনিষ্ঠতা রয়েছে। পম্পেওয়ের এই সফরকে ট্রাম্পের ক্ষমতা ছাড়ার আগে ‘বিদায়ী সফর’ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

ইসরায়েলের দখল করা পশ্চিম তীরে একটি ইহুদি বসতি পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সরকারের শীর্ষ কোনো কর্মকর্তা পশ্চিম তীরের দখল করা অঞ্চল পরিদর্শনে গেলেন।

বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

পাসাগোট নামের অঞ্চলটি সফরের এক বছর আগে পম্পেও বলেছিলেন, ফিলিস্তিনের ভূমিতে ইহুদি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক নয়।

এসময় ফিলিস্তিনিরা এর প্রতিবাদ জানিয়েছিল। পম্পেওয়ের সফর করা এলাকাটিকে ভবিষ্যতের ফিলিস্তিন রাষ্ট্রের অংশ বলে মনে করে তারা।  

পাসাগোটের পর পম্পেও ১৯৬৭ সাল থেকে ইসরায়েলের দখলে থাকা গোলান মালভূমিও পরিদর্শন করেন।

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠতা রয়েছে।

পম্পেওয়ের এই সফরকে জানুয়ারিতে ট্রাম্পের ক্ষমতা ছাড়ার আগে ‘বিদায়ী সফর’ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার ইসরায়েলে পৌঁছান পম্পেও। জেরুজালেমে দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাত শেষে গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে পম্পেও বলেন, ‘দীর্ঘ দিন ধরে যুক্তরাষ্ট্র সরকার ইসরায়েলের বসতি স্থাপনকে ভুলভাবে দেখেছে।’  

হেলিকপ্টারে চড়ে তিনি পশ্চিম তীরের রামাল্লাহর কাছে ওই ইহুদি বসতিতে পৌঁছান। পম্পেওয়ের সফরের সময় পাসাগোটের কাছে জড়ো হয়ে প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনিরা।

আন্তর্জাতিক সম্প্রদায় দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েলি বসতি স্থাপনকে বেআইনি হিসেবে অভিহিত করে আসছে। যদিও ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করে আসছে। 

ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্বে বরাবরই সমর্থন দিয়ে আসছিল ট্রাম্প প্রশাসন।

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ফিলিস্তিন প্রশ্নে কী নীতি গ্রহণ করবে তা এখনও পরিষ্কার নয়।

কিছুদিন আগে প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের প্রতি সমর্থন জানিয়েছিলেন ফিলিস্তিনিরা।

এ বিভাগের আরো খবর