বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কামাক্ষা মন্দিরের চূড়ায় ২০ কেজি সোনা

  •    
  • ২০ নভেম্বর, ২০২০ ১৬:২৫

প্রায় ১২ কোটি রুপি মূল্যের এই সোনা দান করেছেন বিশিষ্ট শিল্পপতি রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানি।

ভারতের আসামের রাজধানী গুয়াহাটির কামাক্ষা মন্দিরের চূড়া এখন স্বর্ণশোভিত। ২০ কেজি সোনার কলস বসানো হয়েছে হিন্দুদের অন্যতম পবিত্র এই তীর্থস্থানে।

এ সোনা দান করেছেন বিশিষ্ট শিল্পপতি রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানি।

ভারতে ২০ কেজি সোনার শুক্রবারের বাজার দর ১২ কোটি রুপির কাছাকাছি। করোনা অতিমারির সময়েই মন্দিরের চূড়ায় লাগানো হলো এত বিপুল পরিমাণ সোনা।

কামাক্ষা মন্দির কমিটির তরফে মোহিতচন্দ্র শর্মা নিউজবাংলাকে জানিয়েছেন, পুরো সোনা দান করেছে রিলায়েন্স কর্তৃপক্ষ। তাদের পাঠানো শিল্পীরা বসিয়েছেন সোনার প্লেট।

১০ জন শিল্পী মুম্বাই থেকে গত সেপ্টেম্বর এসে এই কাজ শুরু করেন। তারা প্রথমে তামা দিয়ে পাথরের চূড়াকে মুড়িয়ে ফেলেন।

তারপর শুরু হয় সোনায় বাঁধানোর কাজ। মুম্বাইয়ের ১২ জন স্বর্ণশিল্পী রিলায়েন্সের তত্ত্বাবধানে সোনা দিয়ে সাজানোর কাজ করেন।

তিনি আরও বলেন, মন্দিরের মূল পাথরের চূড়া রয়েছে অপরিবর্তিত। সেই পাথরের ওপরই খোদাই করে লাগানো হয়েছে সোনার প্লেট। মূল স্থাপত্যের কোনো বিকৃতি ঘটানো হয়নি।

নীলাচল পাহাড়ের মাঝে হিন্দুদের অত্যন্ত পবিত্র এই মন্দিরের চূড়া দূর থেকেই দেখা যায়। পুণ্যার্থীরা এখন কামাক্ষা মন্দির দর্শনে গেলে দূর থেকেই দেখতে পাবেন সোনায় মোড়ানো চূড়া।

মন্দিরের প্রধান পুরোহিত বৃহস্পতিবার এই স্বর্ণ শোভিত মন্দির চূড়ার উদ্বোধন করেন। কোভিড-১৯ অতিমারির কারণে উদ্বোধনে কোনো অনুষ্ঠানের আয়োজন করেনি মন্দির কর্তৃপক্ষ।

করোনা অতিমারির কারণেই চূড়ান্ত রূপ নেয়ার পরও মন্দির দর্শনে আসেননি রিলায়েন্সের কর্ণধার।

এ বিভাগের আরো খবর