গোটা বিশ্ব পর্যুদস্ত করোনাভাইরাসে। আক্রান্ত-মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। বিস্ময়কর ব্যাপার হলো, খুব ছোঁয়াচে হয়েও ভাইরাসটি এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি বেশ কয়েকটি দেশ বা অঞ্চলে।
সবশেষ দেশ হিসেবে করোনায় আক্রান্ত হওয়ার খবর দেয় সামোয়া। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী টেলিভিশনে দেয়া ভাষণে জানান, তাদের দেশে একজন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন।
তাতে করোনাকে দেশে প্রবেশ ঠেকিয়ে দিতে পারা দেশগুলোর তালিকা থেকে ছিটকে পড়ে সামোয়ার নাম।
তবে ভাইরাসটি ঢুকতে পারেনি বিশ্বে এখনও এমন দেশ বা অঞ্চল রয়েছে ছয়টি- কিরিবাতি, মাইক্রোনেশিয়া, নাউরু, পালাও, টোঙ্গা ও টুভ্যালু। সবগুলো দেশই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপাঞ্চল।
করোনা রুখতে পারার সাফল্যে এখন পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশগুলো সাফল্যের পরিচয় দিয়ে যাচ্ছে। পর্যটননির্ভর অর্থনীতি হওয়া সত্ত্বেও নিজেদের নিরাপত্তায় প্রাদুর্ভাবের শুরুতেই দেশগুলো তাদের সীমান্ত বন্ধ করে দেয়।
গত দুই মাসে ওই অঞ্চলের ভানুয়াতু ও সলোমন দ্বীপপুঞ্জ করোনা আক্রান্তের খবর দেয়। তবে দেশগুলোতে এখন পর্যন্ত কমিউনিটি পর্যায়ে সংক্রমণের ঘটনা ঘটেনি।
এদিকে, বিশ্বজুড়ে করোনা সংক্রমণের উঠতি ধারা অব্যাহত রয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, শুক্রবার বাংলাদেশ সময় বেলা ১১টা পর্যন্ত বিশ্বে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়ায় ৫ কোটি ৭২ লাখ। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১৩ লাখ ৬৫ হাজার।