করোনাভাইরাস চিকিৎসায় যুক্তরাষ্ট্রভিত্তিক বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি গিলিয়াডের ওষুধ রেমডিসিভির ব্যবহার না করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
শুক্রবার ডব্লিউএইচওর একটি বিশেষজ্ঞ প্যানেল এ পরামর্শ দেয় বলে আল জাজিরা জানিয়েছে।
ডব্লিউএইচওর পক্ষ থেকে বলা হয়, ‘করোনায় আক্রান্ত রোগীদের মৃত্যুহার, কৃত্রিম শ্বাস-প্রশ্বাস যন্ত্রের প্রয়োজন, আরোগ্যের সময় কমানোসহ অন্যান্য বিষয়ে রেমডিসিভিরের ভূমিকা রাখার প্রমাণ পাওয়া যায়নি।’
করোনা চিকিৎসায় সম্ভাব্য কার্যকর ওষুধ হিসেবে পরিচিতি পাওয়া রেমডিসিভিরের বিষয়ে ডব্লিউএইচওর এ পরামর্শকে অ্যান্টিভাইরাল ড্রাগটির ওপর আরেক ধাক্কা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
গত মাসেও ডব্লিউএইচওর পক্ষ থেকে বলা হয়, করোনা চিকিৎসায় রেমডিসিভির তেমন একটা ভূমিকা রাখে না।
গিলিয়াড এক বিবৃতিতে জানায়, ‘হাসপাতালে ভর্তি হওয়া করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় রেমডিসিভিরকে মানসম্মত ওষুধ হিসেবে বেশ কয়েকটি বিশ্বাসযোগ্য জাতীয় সংস্থা স্বীকৃতি দিয়েছে।
‘বিশ্বে করোনায় শনাক্তের সংখ্যা প্রতিদিন হু হু করে বাড়ছে। এ পরিস্থিতিতে করোনা চিকিৎসায় প্রথম ও একমাত্র অনুমোদিত ওষুধ হিসেবে চিকিৎসকরা যখন রেমডিসিভিরের ওপর নির্ভর করছেন, ঠিক সে সময় ডব্লিউএইচওর পরামর্শ আমাদের হতাশ করেছে।’
ডব্লিউএইচওর গাইডলাইন ডেভেলপমেন্ট গ্রুপ (জিডিজি) প্যানেল জানায়, হাসপাতালে ভর্তি হওয়া সাত হাজারেরও বেশি করোনা রোগীর ওপর পরীক্ষালব্ধ ফল পর্যালোচনা করে রেমডিসিভিরের উপকারিতার প্রমাণ মেলেনি।