করোনাভাইরাস মহামারির মধ্যে পাকিস্তানসহ ১২টি দেশকে ভ্রমণ ভিসা দেয়া স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
বুধবার পাকিস্তানের পররাষ্ট্র দফতর এ তথ্য জানায় বলে ডনের প্রতিবেদনে বলা হয়েছে।
পররাষ্ট্র দফতরের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী বলেন, ‘পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত পাকিস্তানসহ ১২টি দেশের ভ্রমণ ভিসা ইস্যু ইউএই অস্থায়ীভাবে স্থগিত করেছে বলে আমরা জেনেছি। এরই মধ্যে ইস্যু করা ভিসার ক্ষেত্রে এ স্থগিতাদেশ প্রযোজ্য হবে না।’
জাহিদ হাফিজের ধারণা, করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কা ঠেকাতে নানা বিধিনিষেধের অংশ হিসেবে ইউএই এ সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে ইউএইর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাকিস্তান সরকার আশা করছে।
গত মাসে শত শত পাকিস্তানি যাত্রী ইউএইতে ঢুকতে পারেননি। ভ্রমণ ভিসাধারীরা ওই সময় দেশটিতে প্রবেশে নতুন নিয়মের মানদণ্ড পরিপূরণে ব্যর্থ হওয়ায় তাদের দেশে ফেরত পাঠানো হয়।
কোন কোন ভিসা ক্যাটাগরির ক্ষেত্রে স্থগিতাদেশ কার্যকর হবে, তা সুস্পষ্টভাবে জানা যায়নি। ইউএইতে ব্যবসা, পর্যটন, ট্রানজিট, শিক্ষাসহ বেশ কয়েকটি ভিসা ক্যাটাগিরি রয়েছে।
পাকিস্তান ছাড়া ইউএই যেসব দেশের ওপর স্থগিতাদেশ আরোপ করেছে তাদের মধ্যে রয়েছে তুরস্ক, ইরান, ইয়েমেন, সিরিয়া, ইরাক, সোমালিয়া, লিবিয়া, কেনিয়া ও আফগানিস্তান।
এর আগে চলতি বছরের জুনে পাকিস্তানে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ৩ জুলাই পর্যন্ত দেশটির যাত্রীদের ভ্রমণের ক্ষেত্রে অস্থায়ী স্থগিতাদেশ আরোপ করেছিল ইউএই।