বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডায়ানার সাক্ষাৎকার ঘিরে তদন্তকে স্বাগত জানালেন উইলিয়াম

  •    
  • ১৯ নভেম্বর, ২০২০ ১২:২৩

উইলিয়াম বলেন, ‘সঠিক পথে যাওয়ার ধাপ হচ্ছে নিরপেক্ষ তদন্ত। ১৯৯৫ সালে কী কী পদক্ষেপ নেয়া হয়েছিল যার পরিপ্রেক্ষিতে বিবিসির কর্তাব্যক্তিরা সাক্ষাৎকারের সিদ্ধান্ত নেন, তদন্তের মাধ্যমে সেসব সত্য উঠে আসবে।’

সড়ক দুর্ঘটনায় নিহত প্রিন্সেস ডায়ানাকে নিয়ে বিবিসির সাক্ষাৎকারকে কেন্দ্র করে নতুন তদন্ত শুরু হয়েছে। একে ‘সঠিক পদক্ষেপ’ বলে মন্তব্য করেছেন ডায়ানার ছেলে ও ডিউক অফ ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম।

স্থানীয় সময় বুধবার ব্রিটেনের অবসরপ্রাপ্ত সর্বজ্যেষ্ঠ বিচারক ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারক লর্ড ডাইসনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানায় বিবিসি।

কেনসিংটন প্যালেস এক বিবৃতিতে জানায়, প্রিন্স উইলিয়াম পরোক্ষভাবে তদন্ত কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন।

উইলিয়াম বলেন, ‘সঠিক পথে যাওয়ার ধাপ হচ্ছে নিরপেক্ষ তদন্ত। ১৯৯৫ সালে কী কী পদক্ষেপ নেয়া হয়েছিল যার পরিপ্রেক্ষিতে বিবিসির কর্তাব্যক্তিরা সাক্ষাৎকারের সিদ্ধান্ত নেন, তদন্তের মাধ্যমে সেসব সত্য উঠে আসবে।’

বিবিসির মহাপরিচালক টিম ড্যাভি বলেন, ‘ওই ঘটনাকে কেন্দ্র করে সত্য উদঘাটনে বিবিসি প্রতিজ্ঞাবদ্ধ। এ জন্য আমরা স্বতন্ত্র তদন্ত কমিটি গঠন করেছি। লর্ড ডাইসন একজন বিশিষ্ট ও অত্যন্ত সম্মানিত ব্যক্তি যিনি পুরো তদন্ত কার্যক্রমের নেতৃত্ব দেবেন।’

এর আগে বিবিসির সাংবাদিক মার্টিন বাশির জাল ব্যাংক স্টেটমেন্ট ব্যবহার করে সাক্ষাৎকার দিতে ডায়ানাকে রাজি করান বলে অভিযোগ তোলেন ডায়ানার ভাই।

চলতি মাসের শুরুতে ডায়ানার ভাই আর্ল স্পেনসার প্রিন্সেসের সাক্ষাৎকার নিতে ‘চরম অসততা’ করা হয়েছে, এমন অভিযোগ এনে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।

ডেইলি মেইলের প্রতিবেদনের বরাতে বিবিসি জানায়, টিম ড্যাভিকে পাঠানো এক চিঠিতে আর্ল বলেন, মার্টিন বাশির জাল ব্যাংক স্টেটমেন্ট ব্যবহার করেন, যেখানে ভুলভাবে দেখানো হয়, ডায়ানা সম্পর্কে তথ্য নিতে রাজপরিবারের জ্যেষ্ঠ দুই সদস্যকে নিরাপত্তা বাহিনী টাকা দেয়।

এ বিভাগের আরো খবর