করোনাভাইরাসের ছড়িয়ে পড়ার বিস্তৃতি আরও বেড়েছে। সবশেষ দেশ হিসেবে প্রাণঘাতী এই ভাইরাসের থাবায় পড়ার খবর দিয়েছে পলিনেশিয়ান দেশ সামোয়া।
বৃহস্পতিবার টেলিভিশনে দেয়া ভাষণের সময় দেশে প্রথম করোনা রোগী শনাক্তের তথ্য দেন সামোয়ার প্রধানমন্ত্রী তুইলায়েপা সাইলেলে ম্যালিয়েলেগাওই। জানান, করোনা আক্রান্ত লোক গত শুক্রবার বিমানে করে দেশে ফিরেছিলেন।
প্রশান্ত মহাসাগরের দ্বীপ দেশ সামোয়া বাসিন্দার সংখ্যা ২ লাখ। করোনা খবরে উদ্বিগ্ন না হয়ে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
‘আমাদের এখানে একজনের শরীরে করোনা সমস্যা পাওয়া গেছে। বিশ্বের যেসব দেশ করোনাভাইরাসের হানায় পড়েছে আমাদের নামও সেই তালিকায় উঠবে।’
করোনা রুখতে পারার সাফল্যে এখন পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশগুলো সবচেয়ে সফল। পর্যটন নির্ভর অর্থনীতি হওয়া সত্ত্বেও নিজেদের নিরাপত্তায় প্রাদুর্ভাবের শুরুতেই দেশগুলো তাদের সীমান্ত বন্ধ করে দেয়।
এরপরও অতি ছোঁয়াচে ভাইরাসটিতে ঠেকানো যাচ্ছে না। গত দুই মাসে ভানুয়াতু ও সলোমন দ্বীপপুঞ্জ করোনা আক্রান্তের খবর দেয়। যদিও দেশগুলোতে এখন পর্যন্ত কমিউনিটি পর্যায়ে সংক্রমণের ঘটনা ঘটেনি।
তবে এখনও বেশ কিছু দেশ বা অঞ্চল রয়েছে যেখানে করোনা পৌঁছাতে পারেনি। সবগুলোই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপাঞ্চল- কিরিবাতি, মাইক্রোনেশিয়া, নাউরো, পালাউ, টোঙ্গা ও টুভ্যালু।
এদিকে, সময়ের সঙ্গে বিশ্বজুড়ে বেড়েই চলছে করোনার সংক্রমণ।
ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত বিশ্বে করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৬৫ লাখ। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৩ লাখ ৫৪ হাজার মানুষের।